আগামী ফেব্রুয়ারিতে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হতে পারে বলে ইঙ্গিত দিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দিন। তিনি জানিয়েছেন, নির্বাচনকে সামনে রেখে নির্বাচন কমিশন (ইসি) ইতোমধ্যে প্রস্তুতি শুরু করেছে।
বুধবার (৬ আগস্ট) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে সিইসি এ কথা বলেন।
সিইসি বলেন,
> “আমরা ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন আয়োজনের লক্ষ্যে কাজ করছি। সে অনুযায়ী পরিকল্পনা, রোডম্যাপ ও অন্যান্য প্রস্তুতি নেওয়া হচ্ছে।”
তিনি আরও জানান, ভোটার তালিকা হালনাগাদ, প্রশিক্ষণ কার্যক্রম, নির্বাচনী সামগ্রী প্রস্তুতকরণ, এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সমন্বয়-সহ নানা বিষয়ে কাজ এগিয়ে চলেছে।
সিইসি আশাবাদ ব্যক্ত করেন, সব রাজনৈতিক দলের অংশগ্রহণে একটি গ্রহণযোগ্য ও অবাধ নির্বাচন অনুষ্ঠিত হবে।
তিনি বলেন,
> “আমরা একটি অবাধ, নিরপেক্ষ ও অংশগ্রহণমূলক নির্বাচন আয়োজনের লক্ষ্যে অঙ্গীকারবদ্ধ। জনগণের আস্থা অর্জনই আমাদের প্রধান লক্ষ্য।”
এ সময় তিনি সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন এবং জানান, আগামী সপ্তাহ থেকে দেশের বিভিন্ন অঞ্চলে মাঠ পর্যায়ের কার্যক্রম আরও জোরদার করা হবে।