বাংলাদেশ নেজামে ইসলামি পার্টি (বিএনআইপি) রাজনৈতিক দল হিসেবে নিবন্ধন পেয়েছে৷
মঙ্গলবার (২ সেপ্টেম্বর) বিচারপতি শশাংক শেখর সরকার এবং বিচারপতি ফয়সাল হাসান আরিফের হাইকোর্ট বেঞ্চ রিট পিটিশন নং ৪১৪৬/২০২৫ এর রায় প্রদান করে ‘বাংলাদেশ নেজামে ইসলামী পার্টিকে (BNIP)’ রাজনৈতিক দল হিসেবে নিবন্ধন দেওয়ার জন্য বাংলাদেশ নির্বাচন কমিশনকে আদেশ দেন।
এর আগে ইলেকশন কমিশন প্রয়োজনীয় যাচাই-বাছাই শেষে দলের নিবন্ধন না দেওয়ায় দলের সেক্রেটারি জেনারেল মাওলানা মুহাম্মদ মুসা বিন এজাহার পিটিশনার হয়ে হাইকোর্ট বিভাগে রিট পিটিশনটি করেন।
পিটিশনারের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট পারভেজ হোসেন ও ওমর ফারুক।
আর ইলেকশন কমিশনের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট মুনতাসীর মাহমুদ রহমান। তাকে সহযোগিতা করেন এএনএম আশিকুর রহমান খান।
এ রায়ের ফলে বাংলাদেশে নিবন্ধিত রাজনৈতিক দলের সংখ্যা আরও একটি বাড়ল।