একটা সময় নিজেকে অযোগ্য মনে করতেন ‘টোয়াইলাইট’খ্যাত হলিউডের জনপ্রিয় অভিনেত্রী এমা ওয়াটসন। পর্দায় কাজ শুরু করেছিলেন একেবারে ছোট বয়সে। ‘টোয়াইলাইট’ তাকে ভিন্ন পরিচিতি তৈরি করে দেওয়ার অনেক আগে, যখন তার বয়স মাত্র নয় বছর, হ্যারি পটার সিরিজে হারমায়োনি গ্রেঞ্জারের ভূমিকা কেবল তার ক্যারিয়ার রাতারাতি বদলে দেয়নি, বরং তাকে সরাসরি বিশ্বব্যাপী স্পটলাইটেও ফেলে দিয়েছিল।
যেখানে বেশিরভাগ সময় প্রাপ্তবয়স্কদের সঙ্গেই তাকে লড়াই করতে হয়, যা একটি শিশুর জন্য ভয়ের কারণ। আর এ কাজটি করতে গিয়েই তিনি ভয় পেতেন, নিজেকে অযোগ্য মনে করতেন। মূলত স্পটলাইটে আসার কারণেই তার ওপর বাড়তি চাপ থাকত। যেখানেই যেতেন সেখানেই ক্যামেরার ফ্ল্যাশ নিয়মিত জ্বলত। এসব কিছু তাকে মানসিকভাবে দুর্বলও করে দিয়েছিল এক সময়।
সম্প্রতি মার্কিন গণমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে এমনটাই তুলে ধরেছেন এমা ওয়াটসন। তিনি বলেন, ‘পেছনে ফিরে তাকালে দেখা যাবে, আমার খ্যাতি অর্জন করা সহজ ছিল না। নিজের সম্পর্কে সব সময় উদ্বিগ্ন থাকতাম।’
আমেরিকার পোর্টার ম্যাগাজিনের সঙ্গে কথা বলার সময়, এমা খোলাখুলিভাবে বলেছিলেন যে, সর্বত্র তার পেছনে যে চাপ এবং মনোযোগ ছিল তা মোকাবিলা করা কতটা কঠিন ছিল। ক্রমাগত স্পটলাইটের নিচে ঠেলে দেওয়ার পর তার নিরাপত্তাহীনতা কীভাবে আরও বিস্তৃত হয়েছিল।