নতুন আরেকটি রাজনৈতিক দলের আত্মপ্রকাশ

সারাদেশ

জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে ইউনাইটেড লিবারেল পার্টি (ইউএলপি) নামে নতুন আরেকটি দলের আত্মপ্রকাশ হয়েছে।

বুধবার (৬ আগস্ট) দুপুরে রাজধানীর জাতীয় প্রেস ক্লাবের আকরাম খাঁ মিলনায়তনে এক অনুষ্ঠানের মধ্যে দিয়ে দলটির আত্মপ্রকাশ ঘটে।

দলটির চেয়ারম্যান হিসেবে মো. আমিনুল ইসলাম এবং ভারপ্রাপ্ত মহাসচিব হিসেবে কামরুজ্জামান খান দায়িত্ব পেয়েছেন।

দলটির সিনিয়র ভাইস চেয়ারম্যান মো. হুমায়ূন কবিরের সঞ্চালনায় আত্মপ্রকাশ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় পার্টির (জাফর) চেয়ারম্যান ও ১২ দলীয় জোটের মোস্তফা জামাল হায়দার।

এ সময় মোস্তফা জামাল হায়দার ফেব্রুয়ারিতে রোজার আগে আগামী নির্বাচনের ঘোষণার জন্য প্রধান উপদেষ্টাকে ধন্যবাদ জানান। তিনি বলেন, ড. ইউনূস নির্বাচনের যে ঘোষণা দিয়েছেন, সে জন্য তাকে ধন্যবাদ জানাই। কিন্তু ষড়যন্ত্র থেমে নেই। আশা করি দেশের গুরুত্বপূর্ণ বিষয়ের সমাধান হবে।

অনুষ্ঠানে বক্তব্য দেন ১২ দলীয় জোটের সমন্বয়ক ও বাংলাদেশ জাতীয় দলের চেয়ারম্যান সৈয়দ এহসানুল হুদা, নয়া গণতান্ত্রিক পার্টির চেয়ারম্যান মাস্টার এমএ মান্নান, বাংলাদেশ কল্যাণ পার্টির মহাসচিব আবু হানিফ, জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের মহাসচিব ড. গোলাম মহিউদ্দিন ইকরাম, সাংগঠনিক সম্পাদক মুফতি জাকির হোসেন, ইসলামী ঐক্যজোটের সিনিয়র ভাইস চেয়ারম্যান মুফতি শওকত আমিন, পিএনপির চেয়ারম্যান ফিরোজ মাহমুদ লিটন, নয়া গণতান্ত্রিক পার্টির মহাসচিব কাজী ইমরুল কায়েস প্রমুখ। অনুষ্ঠানে ইউএলপির কেন্দ্রীয় কমিটির নেতাদের মধ্যে চেয়ারম্যান ও মহাসচিবের নাম ঘোষণা করেন প্রধান অতিথি। এ সময় মুনাজাত পরিচালনা করেন ড. গোলাম মহিউদ্দিন ইকরাম।

বক্তারা বলেন, দেশবিরোধী ষড়যন্ত্র যারা করবে, তাদের পরিণতি শেখ হাসিনার মতো হবে। অতএব সবাই সাবধান। আগে আওয়ামী লীগ লুটপাট করত, এখন অন্যরা লুট করছে। এটা চলতে দেওয়া যায় না। গণঅভ্যুত্থান নিয়ে তারা বলেন, যারা একাত্তর সালে লড়াই করেছে, চব্বিশের গণঅভ্যুত্থানে লড়াই করে শহীদ হয়েছেন, তাদের প্রত্যাশা পূরণে দেশে সৎ নেতৃত্ব প্রতিষ্ঠা করতে হবে। না হলে শহীদের রক্তের সঙ্গে প্রতারণা করা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *