দুর্নীতিবাজরা না থাকায় বড় গরুর বিক্রি কম: স্বরাষ্ট্র উপদেষ্টা

রাজনীতি

দুর্নীতিবাজরা এবার না থাকায় বড় গরু কম বিক্রি হচ্ছে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী। তিনি বলেন, আগে দুর্নীতির টাকা ছিল। এখন তো সেই দুর্নীতিবাজরা নেই। দুর্নীতির টাকাও নেই। সে জন্য বড় গরুর ক্রেতা কম।

আজ বৃহস্পতিবার সকালে গাবতলী গরুর হাট পরিদর্শন করে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে উপদেষ্টা এসব কথা বলেন। পরে উপদেষ্টা রাজধানীর কাফরুল থানা ও মিরপুর পিওএম পরিদর্শন করেন।

জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, কোরবানির পশুর হাটে উইন উইন পরিস্থিতি দরকার। ক্রেতা-বিক্রেতা সবাই যাতে খুশি থাকে। তবে আমার কাছে মনে হয়েছে এখন পর্যন্ত ক্রেতারা বেশি খুশি বিক্রেতার চেয়ে।

ঈদযাত্রায় সড়কের পরিস্থিতি সম্পর্কে উপদেষ্টা বলেন, কোরবানির পশুর গাড়ির কারণে চন্দ্রা এলাকায় যানজট একটু বেশি। তবে পুলিশ এ বিষয়ে তৎপর রয়েছে। আইজিপি নিজেই এসব তদারকি করছেন।

আরেক প্রশ্নের জবাবে জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, সবার সহযোগিতা থাকলে আইনশৃঙ্খলা পরিস্থিতি ভালো থাকবে। পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করছে সরকার।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *