সব জল্পনার অবসান ঘটিয়ে সৌদি আরবের ক্লাব আল নাসরের সঙ্গেই চুক্তি নবায়ন করলেন ক্রিশ্চিয়ানো রোনালদো। নতুন চুক্তি অনুযায়ী ২০২৭ সালের জুন পর্যন্ত সৌদি ক্লাবটির জার্সিতে মাঠ মাতাবেন পর্তুগিজ সুপারস্টার। বৃহস্পতিবার (২৬ জুন) এক আনুষ্ঠানিক বিবৃতিতে চুক্তি নবায়নের বিষয়টি নিশ্চিত করেছে আল নাসর।
চুক্তির ঘোষণা দেওয়ার কয়েক মিনিট আগেই সামাজিক মাধ্যমে একটি টিজার ভিডিও প্রকাশ করে ক্লাবটি, যেখানে সমুদ্রসৈকতে হেঁটে রোনালদোকে বলতে শোনা যায় ‘আল নাসর ফরেভার’। এরপর নিজেও সামাজিক যোগাযোগমাধ্যমে লেখেন,‘এক নতুন অধ্যায় শুরু। একই আবেগ, একই স্বপ্ন। চলো একসাথে ইতিহাস গড়ি।’
রোনালদো ২০২৩ সালের জানুয়ারিতে ইউরোপ ছেড়ে সৌদির ক্লাবে পা রাখেন, যা ছিল বিশ্ব ফুটবলের ইতিহাসে এক নতুন মোড়। এরপর তার পথ ধরে সৌদি প্রো লিগে যোগ দেন করিম বেনজেমা, নেইমার, সাদিও মানে, রবার্তো ফিরমিনোর মতো তারকারা।
তবে আল নাসরের হয়ে আড়াই মৌসুম খেললেও এখনো কোনো বড় শিরোপার স্বাদ পাননি রোনালদো। সর্বশেষ মৌসুমের শেষ ম্যাচের পর সামাজিক যোগাযোগমাধ্যমে ‘এই অধ্যায় শেষ’—এই পোস্ট ঘিরে তৈরি হয় নতুন গুঞ্জন, যে তিনি ক্লাব ছাড়ছেন। তবে শেষ পর্যন্ত ক্লাব কর্তৃপক্ষ তাকে ধরে রাখতেই চুক্তি নবায়নের পথে হাঁটে।
আরও পড়ুন : ৪ বছর পর ইংল্যান্ডের টেস্ট দলে তারকা পেস বোলার
সৌদি ফুটবল উন্নয়নে রোনালদো অনন্য ভূমিকা রেখেছেন এমনটাই দাবি সৌদির পাবলিক ইনভেস্টমেন্ট ফান্ডের (পিআইএফ) এক শীর্ষ কর্মকর্তার। ফ্রান্সের বার্তা সংস্থা এএফপিকে তিনি বলেন,‘রোনালদোর উপস্থিতিই সৌদি লিগের ব্র্যান্ড ভ্যালু বাড়িয়েছে। তরুণ ও অভিজাত ফুটবলারদের জন্য দরজা খুলে দিয়েছেন তিনিই।’ উল্লেখ্য, আল নাসরের মালিকানাসহ আল হিলাল ও আল আহলির পরিচালনায় রয়েছে পিআইএফ।
৪০ বছর বয়সী রোনালদো আগেও ইঙ্গিত দিয়েছিলেন যে, তিনি ক্যারিয়ার শেষ করতে চান আল নাসরেই। ক্লাবটির হয়ে এখন পর্যন্ত ১১১ ম্যাচে ৯৯টি গোল করেছেন পাঁচবারের ব্যালন ডি’অর জয়ী তারকা।