‘দিল্লির ফাঁদে পা দিয়েছে জামায়াতে ইসলামী’

সারাদেশ

চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক ও হালদা গ্রুপের চেয়ারম্যান সরওয়ার আলমগীর বলেছেন, ভারতের দিল্লি মুলা ঝুলিয়ে দিয়েছে জামায়াতে ইসলামীর সামনে। তারা ভারতের ফাঁদে পা দিয়েছে। পিআর পদ্ধতিতে নির্বাচনের দাবি—সব ভারতের নীলনকশার অংশ।

বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) ফটিকছড়ির রোসাংগিরী ইউনিয়নের ৬নং ওয়ার্ডে ‘আগামীর রাষ্ট্র গঠনে জনগণের প্রত্যাশা, দাবি ও দুর্ভোগের’ কথা শুনতে আয়োজিত উঠান বৈঠকে তিনি এ কথা বলেন।

সরওয়ার আলমগীর বলেন, আমি এমপি হই বা না হই, দেশনায়ক তারেক রহমান প্রধানমন্ত্রী হলে ফটিকছড়ির কাঙ্ক্ষিত উন্নয়ন নিশ্চিত করব।

স্থানীয় ঈদগাহ ময়দানে ওই উঠান বৈঠকে ওয়ার্ড বিএনপির সভাপতি মোহাম্মদ এনামুল হকের সভাপতিত্বে ও ছাত্রদল নেতা এম এ মাহফুজের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন বিএনপি নেতা মোবারক হোসেন কাঞ্চন, বীরমুক্তিযোদ্ধা মাহবুবুল আলম চৌধুরী, বাবু মিহির চক্রবর্তী, নাজিম উদ্দিন শাহীন, আবু আজম তালুকদার, শাহারিয়ার চৌধুরী, খালেদ মাহমুদ বাবুল, বেলাল উদ্দিন, রাকিবুল হক চৌধুরী রুবেল লিটু, আজম, শফিউল আলম, বিপ্লব গণি চৌধুরী, ওসমান, সামসুদ্দিন, মালেক, সাইফুল হায়দার রাসেল, মোজাহারুল ইকবাল লাভলু, নুরুল আলম, মহিন উদ্দিন মেসি, মোজাম্মেল ও মোহাম্মদ শাহেদ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *