দশজনের দল নিয়েও কলম্বিয়ার বিপক্ষে আর্জেন্টিনার সম্মান রক্ষা

খেলা

বিশ্বকাপে জায়গা নিশ্চিত হয়ে যাওয়ায় আর্জেন্টিনার জন্য বাছাইপর্বের ম্যাচগুলো এখন ভবিষ্যতের প্রস্তুতির অংশ মাত্র। কিন্তু সেই প্রস্তুতির পথেই বড় ধাক্কা খেল বর্তমান বিশ্ব চ্যাম্পিয়নরা। ঘরের মাঠে, সেই কলম্বিয়ার বিপক্ষেই জয় পেল না আলবিসেলেস্তেরা—যাদের হারিয়ে কোপা আমেরিকার শিরোপা জিতেছিল তারা।

বাংলাদেশ সময় বুধবার ভোরে বুয়েনস আইরেসের এস্তাদিও মনুমেন্তালে অনুষ্ঠিত ম্যাচে কলম্বিয়ার সঙ্গে ১-১ গোলে ড্র করে আর্জেন্টিনা। তবে ম্যাচটি আরও কঠিন হয়ে ওঠে যখন তারা দশজনের দলে পরিণত হয়। এই অবস্থায় ড্র করে মূলত সম্মানই বাঁচিয়েছে লিওনেল স্কালোনির দল।

ম্যাচের ২৪তম মিনিটে কলম্বিয়ান ফরোয়ার্ড লুইস দিয়াজ একক নৈপুণ্যে গোল করে এগিয়ে নেন তার দলকে। এরপর সময় গড়ালেও গোলের দেখা পাচ্ছিল না স্বাগতিকরা। শেষ পর্যন্ত ৮০তম মিনিটে থিয়াগো আলমাদা ডি-বক্সের বাইরে থেকে দুর্দান্ত এক মাটি কামড়ানো শটে গোল করে আর্জেন্টিনাকে সমতায় ফেরান।

এই ড্র শুধু এক পয়েন্টই এনে দেয়নি, আর্জেন্টিনার আত্মবিশ্বাসকেও কিছুটা রক্ষা করেছে—বিশেষ করে একজন কম নিয়ে খেলতে নামার পর।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *