থাকেন ভারতে বেতন নেন বাংলাদেশ থেকে, সেই অধ্যক্ষের কলেজে দুদকের অভিযান

সারাদেশ

মাদারীপুরের ডাসারে শিক্ষক নিয়োগে অনিয়ম ও অধ্যক্ষের বিরুদ্ধে নানা অভিযোগে দুই শিক্ষা প্রতিষ্ঠানে অভিযান চালিয়েছে

দুর্নীতি দমন কমিশন (দুদক)। বৃহস্পতিবার (৭ আগস্ট) দুপুরে দুদকের জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. আক্তারুজ্জামানের নেতৃত্বে

চার সদস্যের একটি টিম ডাসার সরকারি মহিলা মহাবিদ্যালয় ও শশিকর শহিদ স্মৃতি মহাবিদ্যালয়ে এ অভিযান পরিচালনা করেন। দুদক মাদারীপুর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক

মো. আক্তারুজ্জামান জানান, দুর্নীতি দমন কমিশন কর্তৃপক্ষের নির্দেশে চার সদস্য বিশিষ্ট একটি টিম দুটি কলেজে অভিযান পরিচালনা করেছিউ

একটি হলো ডাসার সরকারি মহিলা মহাবিদ্যালয় যেটার পূর্বের নাম ছিল সরকারি শেখ হাসিনা উইমেন্স কলেজ এবং আরেকটি হচ্ছে শশিকর শহিদ স্মৃতি মহাবিদ্যালয়।

সরকারি মহিলা মহাবিদ্যালয়ে ছয়জন শিক্ষক ও কর্মচারি নিয়োগে অনিয়ম ও দুর্নীতি হয়েছে এবং নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও নিয়োগ দেয়া হয়েছে। এ বিষয়ে আমরা অভিযান পরিচালনা করেছি। প্রাথমিক তথ্য ও রেকর্ডপত্র চেয়েছি। তারা কোনো কাগজপত্র দেখাতে পারেনি এবং আগামী রোববার পর্যন্ত সময় নিয়েছে।

অপরদিকে, শশিকর শহিদ স্মৃতি মহাবিদ্যালয় প্রত্যেকটা বিষয়ে মাউশি থেকে প্রমাণিত, সেখানে আমরা বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির তথ্য হাতে পেয়েছি। এগুলোর রেকর্ডপত্র আমরা সংগ্রহ করেছি এবং অধ্যক্ষ তার স্ত্রী ভারতে থাকেন বাংলাদেশ থেকে বেতন নিচ্ছেন ঘটনা সত্য। কিন্তু কোন প্রক্রিয়ায় নিচ্ছে সেটা পর্যালোচনা করছি সেটা আইন এবং বিধি বহির্ভূত হলে অবশ্যই দুর্নীতি দমন কমিশন আইন ও বিধি মোতাবেক আমরা কমিশনের কাছে ব্যবস্থা গ্রহণের জন্য প্রয়োগ করব।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *