তাসনিম জারার ভাইরাল ছবিটি নিয়ে যা জানা গেল

রাজনীতি

সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) জ্যেষ্ঠ যুগ্ম সদস্য সচিব ডা. তাসনিম জারার এক ছবি ঘুরে বেড়াচ্ছে। ছবি দেখা যাচ্ছে, ডা. তাসনিম জারা হাফ প্যান্ট পরে আছেন।

ডা. তাসনিম জারার হাফ প্যান্ট পরা ছবিটি আসল নয়। প্রকৃতপক্ষে, এআই বা কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তির সহায়তার তৈরি করা হয়েছে। তথ্য যাচাইকারী প্রতিষ্ঠান রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে উঠে আসে এ তথ্য।

সংস্থাটির অনুসন্ধানে জানা যায়, ডা. তাসনিম জারার হাফ প্যান্ট পরিহিত ভাইরাল ছবিটি আসল নয়। বরং, কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি ব্যবহার করে তার ফুল প্যান্ট পরা একটি ছবি সম্পাদনা করে এই ছবি তৈরি করা হয়েছে।

ভাইরাল ছবিটি পর্যালোচনা করে দেখা যায়, ‘Fariha Nishat’ নামের একটি ফেসবুক প্রোফাইলে থেকে ৩ জুলাই প্রকাশিত পোস্টটি সন্ধান পাওয়া যায়। এ বিষয়ে ফারিহা নিশাত জানান, তাসনিম জারার সঙ্গে তার তোলা একটি ছবি বিকৃত করে সামাজিক মাধ্যমে ভুয়া প্রচারণা চালানো হচ্ছে। পোস্টটিতে ভাইরাল ছবির পাশাপাশি মূল ছবিটিও যুক্ত করা হয়, যেখানে দুজনকে ফুল প্যান্ট পরিহিত অবস্থায় দেখা যায়।

রিউমর স্ক্যানার / মেট্রোরেল দুর্ঘটনার দাবিতে প্রচারিত ভিডিও সর্ম্পকে যা জানা গেল
পরে ফারিহা নিশাতের ফেসবুক অ্যাকাউন্ট ঘুরে গত ৮ ডিসেম্বর প্রকাশিত মূল ছবিটি খুঁজে পাওয়া যায়। ছবি দুটির বিশ্লেষণ করে দেখা যায়, ভাইরাল ছবির সঙ্গে মূল ছবির পটভূমি ও অন্যান্য উপাদানে উল্লেখযোগ্য মিল থাকলেও তাসনিম জারা ও ফারিহা নিশাতের পোশাকে অমিল দেখা যায়।

এ ছাড়া ভাইরাল ছবিতে তাসনিম জারার হাতের আঙুলগুলো অসামঞ্জস্যপূর্ণ ও বিকৃতভাবে দেখা গেছে।

বর্তমানে বিভিন্ন এআই টুল ব্যবহার করে ছবির পটভূমি অপরিবর্তিত রেখে সহজেই পোশাক বা নির্দিষ্ট উপাদান পরিবর্তন করা যায়। ভাইরাল ছবিটিও ঠিক এমন প্রযুক্তি ব্যবহার করে সম্পাদনা করা হয়েছে। সুতরাং, তাসনিম জারার হাফ প্যান্ট পরিহিত আলোচিত ছবিটি সম্পাদিত।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *