ঢাকায় আসছেন জাকির নায়েক, যা বললেন পররাষ্ট্র উপদেষ্টা

সারাদেশ

আগামী ২৮ নভেম্বর ঢাকায় আসছেন তুমুল জনপ্রিয় ইসলামি বক্তা ও ধর্মীয় চিন্তাবিদ ড. জাকির নায়েক। তবে এ বিষয়ে তিনি কিছু জানেন না বলে মন্তব্য করলেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন।

মঙ্গলবার (২৮ অক্টোবর) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাম্প্রতিক বিষয়ে গণমাধ্যমকর্মীদের সঙ্গে আলাপকালে এক প্রশ্নের জবাবে এ কথা জানান তিনি।

পররাষ্ট্র উপদেষ্টার কাছে এক সাংবাদিকের প্রশ্ন ছিল, ‘জাকির নায়েক রাষ্ট্রীয় আমন্ত্রণে বাংলাদেশে আসছেন এবং বিভিন্ন জেলায় ঘুরে তার কর্মসূচি পালন করবেন বলে শোনা যাচ্ছে। এ বিষয়ে কী বলবেন?’

এর জবাবে তৌহিদ হোসেন বলেন, ‘জাকির নায়েককে দাওয়াত দেওয়া হয়েছে বলে আমি জানি না। আমি এরকম কিছু শুনিনি। এটা আপনার (প্রশ্নকারী সাংবা‌দিক‌) কাছ থেকেই প্রথম শুনলাম।’

ড. জাকির নায়েককে ঢাকায় আনার উদ্যোগ নিয়েছে স্পার্ক ইভেন্ট ম্যানেজমেন্টে। গত ১২ অক্টোবর প্রতিষ্ঠানটি এ ঘোষণা দেয়।

এ বিষয়ে সে সময় স্পার্ক ইভেন্ট ম্যানেজমেন্টের কর্ণধার রাজ জানান, ‘সবকিছু ঠিক থাকলে আগামী ২৮ নভেম্বর ঢাকায় আসবেন ড. জাকির নায়েক।

রাজ আরও জানান, তার নিজেরই একটি অনুষ্ঠানে উপস্থিত হবেন জাকির নায়েক। প্রাথমিকভাবে ঢাকার আগারগাঁওয়ে অনুষ্ঠানটি করার চিন্তাভাবনা চলছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *