ডাকসুর ভিপি কে এই সাদিক কায়েম

সারাদেশ

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে সহ-সভাপতি (ভিপি) পদে জয়লাভ করেছেন

আলোচিত শিক্ষার্থী মো. আবু সাদিক কায়েম। আওয়ামী লীগ সরকারের পতনে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে সামনের সারিতে ছিলেন তিনি। এছাড়াও সাদিক কায়েম বর্তমানে ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় প্রকাশনা সম্পাদক।

গত বছরের জুলাই মাসে টানা আন্দোলনের সময় কেন্দ্রীয় সমন্বয়কদের তালিকায় নাম না থাকলেও নিয়মিত তাদের সঙ্গে ছিলেন। আন্দোলনের নানা কর্মসূচিতে তার উপস্থিতি দৃশ্যমান ছিল। অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদের শপথ অনুষ্ঠানেও তিনি বঙ্গভবনে উপস্থিত ছিলেন।

২০২৪ সালের ২১ সেপ্টেম্বর ঢাবি ক্যাম্পাসে ১০ ছাত্র সংগঠনের সঙ্গে উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খানের বৈঠকে ইসলামী ছাত্রশিবিরের প্রতিনিধি হিসেবে যোগ দেন সাদিক কায়েম। সেখানে ছাত্র রাজনীতি নিষিদ্ধ না করে সংস্কারের দাবি তোলেন তিনি। বৈঠক শেষে সাংবাদিকদের কাছে নিজেকে শিবিরের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি পরিচয় দেন। এরপর ফেসবুকে পোস্ট দিয়ে বিষয়টি প্রকাশ্যে জানান। এর মাধ্যমে এক যুগেরও বেশি সময় পর ঢাবি ক্যাম্পাসে সরব উপস্থিতি জানায় ইসলামী ছাত্রশিবির।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের ২০১৬-১৭ সেশনের শিক্ষার্থী সাদিক কায়েম। তিনি খাগড়াছড়ি শহরের বাজার এলাকায় জন্মগ্রহণ করেন। তার বাবা স্থানীয়ভাবে কাপড়ের ব্যবসা করেন। ছোট ভাইও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ছাত্রশিবিরের রাজনীতির সঙ্গে জড়িত রয়েছেন।

ছোটবেলা থেকে সাদিক খাগড়াছড়ি বায়তুশ শরফ জব্বারিয়া আদর্শ মাদরাসা থেকে দাখিল, পরে চট্টগ্রামের বায়তুশ শরফ থেকে আলিম পাস করেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার পর স্নাতক পর্যায়ে সিজিপিএ ৩.৭৮ পেয়ে বিভাগে তৃতীয় হন। স্নাতকোত্তরেও ভালো ফলাফল করেন বলে জানা গেছে।

সাদিক কায়েম শিক্ষাজীবনে বিভিন্ন সংগঠনের সঙ্গে যুক্ত ছিলেন। তিনি পার্বত্য চট্টগ্রাম ছাত্র সংসদের সাবেক সভাপতি, হিল সোসাইটির প্রতিষ্ঠাতা, সেভ ইয়ুথ-স্টুডেন্টস অ্যাগেইনস্ট ভায়োলেন্সের সাবেক ফ্যাসিলিটেটর, সূর্যসেন হল অ্যাসোসিয়েশন অব পলিটিক্যাল সায়েন্সের সাংগঠনিক সম্পাদক এবং বাংলাদেশ ইয়ুথ ইনিশিয়েটিভ-এর সাবেক সাধারণ সম্পাদক ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *