ডক্টর ইউনুসকে নিয়ে কুরুচিপুর্ণ মন্তব্য করলেন বিএনপি নেতা ফজলুর রহমান

সারাদেশ

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ড. মুহাম্মদ ইউনূসের দল বলে দাবি করেছেন সাবেক সংসদ সদস্য ফজলুর রহমান।

তিনি বলেন, ড. মুহাম্মদ ইউনূসের অধীনে সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন হবে এটি আমি বিশ্বাস করি না। এনসিপি তার দল আর জামায়াতের সঙ্গে ড. ইউনূসের রাতের যোগাযোগ আছে। প্র্যাক্টিক্যালি জামায়াত দেশ চালাচ্ছে।

একটি গণমাধ্যমে দেওয়া একান্ত সাক্ষাৎকারে এসব কথা বলেন ফজলুর রহমান। সম্প্রতি বিএনপি থেকে তিন মাসের জন্য তার (চেয়ারপার্সনের উপদেষ্টা) পদ স্থগিত করা হয়েছে।

বীর মুক্তিযোদ্ধা ও সাবেক মন্ত্রী লতিফ সিদ্দিকীকে গ্রেপ্তারের বিষয়ে তিনি বলেন, এ বিষয়ে নিন্দা জানানোর ভাষা আমার নেই। তার বয়স এখন ৮৭ বছর, মুক্তিযুদ্ধে তার অবদান অপরিসীম। তাকে গ্রেপ্তার করে অপমান করা হয়েছে।

‘প্রধান উপদেষ্টা গণঅভ্যুত্থানের চেতনার বিরোধী শক্তি হয়ে গেছেন’

ফজলুর রহমান বিএনপির বর্তমান অবস্থান নিয়ে উদ্বেগ প্রকাশ করে বলেন, বিএনপি যদি এই পরিস্থিতি না বুঝে, তাহলে দেশের জন্য আরও বেশি দুঃখ অপেক্ষা করছে।

তিনি বিএনপির প্রতি লতিফ সিদ্দিকীসহ আটকদের বিষয়ে নিন্দা প্রকাশ করার এবং রাজনৈতিক প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান। তিনি বলেন, ‘রাজনৈতিক প্রতিরোধ না হলে এটা একদিন বিএনপির ঘাড়েও আসবে।’

বিএনপি থেকে সাময়িক পদ স্থগিত হওয়ার বিষয়ে ফজলুর রহমান বলেন, ‘আমি তো এখনো বিএনপি। তিন মাস পরে তারা তো আমাকে নিতেও পারে আর আমি তো যাইতে পারি। কাজেই এইটা বিএনপি, আমি আছি বিএনপিতে।’

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের অধীনে কোনো সুষ্ঠু নির্বাচন হবে না বলেও তিনি মন্তব্য করেন।

জামায়াত দেশ চালাচ্ছে, কেন আপনার এমন উপলব্ধি হলো? এমন প্রশ্নের জবাবে ফজলুর রহমান বলেন, সব ব্যাংক তারা দখল করে বসে আছে। সব অর্থনীতি ইসলামী ব্যাংকসহ তারা দখল করেছে। শেয়ার মার্কেট ধরে বসে আছে। তাদের আঙুল হিলনে এসপি-ডিসি থেকে যা আছে সচিব পর্যন্ত পরিবর্তন হচ্ছে বিভিন্ন জায়গাতে- এটা সবাই জানে। দেশ তারা (জামায়াত) দখল করে ফেলছে। এটা আমার দল বিএনপি যত তাড়াতাড়ি বুঝবে ততই ভালো।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *