ট্রাম্পের হুমকির পর অবিশ্বাস্য নতুন এক ঘোষণা দিলেন খামেনি

Uncategorized

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাম্প্রতিক হুমকির পর ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি একটি রুদ্ধশ্বাস বার্তায় ঘোষণা করেছেন—”যুদ্ধ শুরু হলো।”

মঙ্গলবার (১৭ জুন) রাতে সামাজিক যোগাযোগমাধ্যম ‘এক্স’-এ (সাবেক টুইটার) দেওয়া এক বার্তায় খামেনি লেখেন, “মর্যাদাবান হায়দারের নামে, যুদ্ধ শুরু হলো।” কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরার প্রতিবেদন অনুসারে, এটি ছিল ট্রাম্পের বক্তব্যের পর খামেনির সরাসরি প্রতিক্রিয়া।

প্রসঙ্গত, ‘হায়দার’ নামটি ইসলামের ইতিহাসে বিশেষ তাৎপর্যপূর্ণ—এটি মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর চাচাতো ভাই এবং ইসলামের চতুর্থ খলিফা ইমাম আলী (রা.)-এর আরেক নাম। শিয়া মুসলমানদের কাছে তিনি প্রথম ইমাম হিসেবে বিশেষ সম্মানিত।

ট্রাম্প তার পোস্টে খামেনিকে লক্ষ্য করে হুঁশিয়ারি উচ্চারণ করে লেখেন, “আমরা জানি তথাকথিত ‘সর্বোচ্চ নেতা’ কোথায় লুকিয়ে আছেন। তিনি একটি সহজ লক্ষ্যবস্তু, কিন্তু আপাতত আমরা তাকে হত্যা করবো না। তবে আমাদের ধৈর্য সীমিত।” পাশাপাশি তিনি দাবি করেন, “ইরানের আকাশসীমা এখন আমাদের নিয়ন্ত্রণে,” এবং একপর্যায়ে আরেকটি পোস্টে লিখেন, “Unconditional surrender!” (নিঃশর্ত আত্মসমর্পণ!)

খামেনি এ হুমকির পাল্টা জবাবে সরাসরি ঘোষণা দেন, ইরান কোনও সন্ত্রাসী ইহুদিবাদী শক্তিকে ছাড় দেবে না। এক্স-এ দেওয়া ইংরেজি বার্তায় তিনি বলেন, “আমাদের উচিত সন্ত্রাসী ইহুদিবাদী শাসনের বিরুদ্ধে কঠোর জবাব দেওয়া। আমরা তাদের কোনও দয়া দেখাব না।”

এই উত্তেজনার মধ্যেই ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ হুঁশিয়ার করে বলেন, ইরানে সরকার পরিবর্তনের যে কোনো প্রয়াস আন্তর্জাতিক শান্তির জন্য হুমকি হতে পারে।

বিশ্ব রাজনীতি এখন শ্বাসরুদ্ধ অবস্থায়। ট্রাম্পের হুমকি ও খামেনির প্রত্যুত্তরের পরপরই মধ্যপ্রাচ্যে যুদ্ধ পরিস্থিতির শঙ্কা আবারও সামনে চলে এসেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *