টঙ্গীতে ম্যানহোলে পড়ে নিখোঁজের ৩৬ ঘণ্টা পর নারীর মরদেহ মিলল যেখানে

সারাদেশ

গাজীপুরের টঙ্গীতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের পাশে খোলা একটি ম্যানহোলে পড়ে নিখোঁজ হওয়া এক নারীর মরদেহ উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার (২৯ জুলাই) সকাল সাড়ে ৮টার দিকে গাজীপুরা এলাকায় বিল থেকে তার মরদেহ উদ্ধার করা হয়েছে। এর আগে রোববার রাত সোয়া ৯টায় টঙ্গীর হোসেন মার্কেট এলাকার ইম্পেরিয়াল হাসপাতালের সামনে খোলা একটি ম্যানহোলে পড়ে যান তিনি।

নিহত নারীর নাম ফারিয়া তাজনিম জ্যোতি (৩২)। তিনি মনি ট্রেডিং করপোরেশন নামের একটি প্রতিষ্ঠানে ন্যাশনাল সেলস ম্যানেজার হিসেবে কর্মরত ছিলেন। তিনি ঢাকার মিরপুরে বসবাস করতেন। তার গ্রামের বাড়ি চুয়াডাঙ্গা জেলার সদর থানার বাগানপাড়ায়। তার বাবা মৃত ওলিউল্লাহ আহম্মেদ বাবলু।

নিহতের স্বজন ও স্থানীয় সূত্রে জানা গেছে, রোববার রাত ৯টার দিকে জ্যোতি গাজীপুরের টঙ্গীতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের পাশে টঙ্গীর হোসেন মার্কেট এলাকায় খোলা ম্যানহোলে পড়ে যান। স্থানীয়রা তাৎক্ষণিকভাবে তাকে উদ্ধারের চেষ্টা করেও ব্যর্থ হন এবং ফায়ার সার্ভিসে খবর দেন।

খবর পেয়ে রোববার রাত দেড়টা পর্যন্ত উদ্ধার অভিযান চালানো হয়। তবে বৈরী আবহাওয়ার কারণে রাতেই অভিযান স্থগিত করা হয়। পরে সোমবার সকাল থেকে ফের শুরু হয় তল্লাশি অভিযান। গাজীপুর সিটি করপোরেশন ও পুলিশ প্রশাসনও যোগ দেয় এই অভিযানে।

ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের হোসেন মার্কেট থেকে গাজীপুরা পর্যন্ত ড্রেনলাইন ও খোলা ঢাকনাগুলো পর্যবেক্ষণ করে উদ্ধারকর্মীরা। এক পর্যায়ে গাজীপুরা এলাকায় বিল ও জলাশয়ে ডুবুরি দল তল্লাশি চালায়। সন্ধ্যায় অভিযান স্থগিত করলেও মঙ্গলবার সকালে ফের শুরু করা অভিযানে কচুরিপানার নিচে জ্যোতির মরদেহ উদ্ধার করা হয়।

টঙ্গী ফায়ার সার্ভিসের জ্যেষ্ঠ কর্মকর্তা মো. শাহিন আলম বলেন, ‘খোলা ম্যানহোলে পড়ে নিখোঁজ ওই নারীর মরদেহ উদ্ধার করা হয়েছে।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *