জরুরি পরামর্শের জন্য রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের কাছে যাচ্ছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি।
তিনি জানিয়েছেন, রবিবার (২২ জুন) মস্কো যাবেন এবং সোমবার রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে একটি বৈঠক করবেন।
রবিবার ইস্তাম্বুলে এক সংবাদ সম্মেলনে আরাগচি বলেন, “রাশিয়া ইরানের বন্ধু এবং আমাদের মধ্যে কৌশলগত অংশীদারিত্ব রয়েছে।”
আরাঘচি আরো বলেন, “আমরা সবসময় একে অপরের সঙ্গে পরামর্শ করি এবং আমাদের অবস্থান সমন্বয় করি।”
তিনি উল্লেখ করেন, রাশিয়া ছিল জেসিপিওএ পারমাণবিক চুক্তির অন্যতম স্বাক্ষরকারী দেশ।
“আমি আগামীকাল রাশিয়ার প্রেসিডেন্টের সঙ্গে গুরুত্বপূর্ণ আলোচনা করব এবং আমরা একসঙ্গে কাজ চালিয়ে যাব,” বলেন আরাগচি।