ছাত্রদলে যোগ দিলেন শিবির নেতা

সারাদেশ

চাঁদপুরের হাজীগঞ্জে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির থেকে পদত্যাগ করে বিএনপির অঙ্গ-সংগঠন ছাত্রদলে যোগদানের ঘোষণা দিয়েছেন ফারাবি আল মামুন নামের এক যুবক।

শনিবার (৪ অক্টোবর) দুপুর সাড়ে ১২টায় সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে পোস্ট দিয়ে পদত্যাগের ঘোষণা দেন তিনি। একই সঙ্গে তিনি ছাত্রদলে যোগদানের বিষয়টিও জানান।

ফারাবি আল মামুন তার ফেসবুকে দেওয়া এক পোস্টে উল্লেখ করেন, ‘আমি স্বেচ্ছায় বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির থেকে পদত্যাগ করছি এবং বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলে যোগদান করছি। ছাত্রদলকে আমার পূর্ণ সমর্থন ও সর্বোচ্চ সহযোগিতা প্রদান করব বলে অঙ্গীকার করছি।’

আরও পড়ুনঃ চাঁদাবাজির সময় আটককৃতদের ছিনিয়ে নিতে অতিরিক্ত পুলিশ সুপারের ওপর হামলা
তিনি আরও উল্লেখ করেন, ‘আমি আমি হাজীগঞ্জ দক্ষিণ সাথী শাখার আওতাধীন একজন সক্রিয় সাথী ও পশ্চিম বড়কুল ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ড সভাপতি ছিলাম। আমি নিজের থেকে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলে যোগ দিয়েছি।’

হাজীগঞ্জ উপজেলা ছাত্রদলের সদস্য সচিব জুয়েল রানা তালুকদার বলেন, ফারাবি আল মামুনকে পশ্চিম বড়কুল ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ড ছাত্রদলের সদস্য হিসেবে আমরা অন্তর্ভুক্ত করেছি।

চাঁদপুর জেলা ছাত্রশিবিরের সেক্রেটারি হাসিবুল হাসান বলেন, ছাত্রশিবিরে সাথী আব্দুল্লাহ আল মামুনকে পারিবারিক সমস্যার কারণে গত ষান্মাসিক ৯ জুলাই সংগঠন থেকে ছুটি দেওয়া হয়েছে। এতে তিনি এখন সংগঠনের সঙ্গে যুক্ত নয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *