শেষ ১০ দিনে চারটি ম্যাচ খেলেছে ইন্টার মিয়ামি। জিতেছে তিনটিতে। লিওনেল মেসিদের জয়রথ থামানো হারটি এসেছে বৃহস্পতিবার। মেজর লিগ সকারে এমএলটেনের টানা পাঁচ ম্যাচে জোড়া গোল করার রেকর্ডও থেমেছে তাতে। লিগে সিনসিনাটির বিপক্ষে গোল পাননি মেসি, তার দল হেরেছে ৩-০ গোলের ব্যবধানে।
অহিওর টিকিউএল স্টেডিয়ামে মিয়ামির ওপর ছড়ি ঘুরিয়েছে সিনসিনাটি। বল দখলে পিছিয়ে থাকলেও গোলে শট আর আক্রমণে এগিয়ে ছিল সিনসিনাটি। জয়টাও এসেছে তাদের পক্ষে। ম্যাচে মেসিকে বোতলবন্দি করেই রাখা হয়েছিল। কয়েকটি শট নিয়েও লক্ষ্য ভেদ করতে পারেননি আর্জেন্টাইন মহাতারকা।
ম্যাচের ১৬ মিনিটে সিনসিনাটি স্ট্রাইকার জেরার্ডো ভ্যালেনজুয়েলা গোল করেন। প্রথমার্ধে মেসিদের কয়েকটি আক্রমণ প্রতিপক্ষের রক্ষণে আটকে যায়। মেসির দুটি শট ঠেকিয়ে দেন সিনসিনাটির গোলরক্ষক রোমান সেলেন্তানো। দ্বিতীয়ার্ধে জোড়া গোল করে বড় জয় আনেন এভান্দার।
পিছিয়ে থেকে বিরতিতে যাওয়া মেসিদের দল পুরো দমে আক্রমণ চালায়। তবে শুরুতেই লিড বাড়িয়ে নেয় সিনসিনাটি। ম্যাচের ৫০ মিনিটে জালে বল জড়ান এভান্দার। সিনসিনাটির হয়ে একটানা পাঁচ ম্যাচে গোল করে নতুন রেকর্ড গড়েন। পরে ৭০ মিনিটের মাথায় ব্রাজিলিয়ান তারকা করেন আরেকটি গোল।
মুখ থুবড়ে পড়া এমন হারে উদ্বিগ্ন মিয়ামির কোচ হাভিয়ের মাচেরানো। ম্যাচ শেষে তিনি বলেছেন, ‘ম্যাচের যে ফল এসেছে এবং আমরা যেভাবে হেরেছি—তাতে উদ্বিগ্ন। আমরা আমাদের পরিকল্পনা অনুযায়ী খেলতে পারিনি। তারা আমাদের সব সময় চাপে রেখেছিল। আমাদের খুব সহজেই তারা হারিয়েছে।’
সিনসিনাটির কোচ প্যাট নুনান এমন জয়ে বড্ড খুশি, ‘দুর্দান্ত পারফর্ম্যান্সে অনেক খুশি আমি। আমার ছেলেদের এটা প্রাপ্য ছিল।’
এমএলএসের ইস্টার্ন কনফারেন্সে মিয়ামি রয়েছে ৫ নম্বরে। ২৩ ম্যাচ খেলা ফিলাডেলফিয়া ৪৬ পয়েন্ট নিয়ে শীর্ষে। সিনসিনাটি দুইয়ে। তিন ও চারে ন্যাশভেলে ও কলম্বাস। পাঁচে থাকা মিয়ামি অবশ্য তিনটি ম্যাচ কম খেলেছে।