গাজার আকাশ থেকে ত্রাণের বৃষ্টি ফেলবে দুই প্রতিবেশী

আন্তর্জাতিক

মধ্যপ্রাচ্যের নির্যাতিত রাষ্ট্র ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকার আকাশ থেকে বৃষ্টির মতো ত্রাণ ফেলতে যাচ্ছে প্রতিবেশী রাষ্ট্র জর্ডান ও সংযুক্ত আরব আমিরাত। গত বছরও তারা এ ধরনের অভিযান পরিচালনা করেছিল।

দখলদার রাষ্ট্র ইসরায়েলের মিডিয়া টাইমস অব ইসরায়েল আজ শুক্রবার (২৫ জুলাই) প্রতিবেদন প্রকাশের মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছে।

প্রতিবেদনে বলা হয়, ইসরায়েল শিগগিরই এ দুটি দেশকে বিমানের মাধ্যমে ত্রাণ পৌঁছানোর অনুমতি দেবে।

ইসরায়েলের এক কর্মকর্তা জানিয়েছেন, আজই জর্ডান বিমানের মাধ্যমে গাজায় ত্রাণ পৌঁছে দিতে পারে।

গত বছর যুক্তরাষ্ট্রের সেনাবাহিনী জর্ডান, মিশর এবং ফ্রান্সের সঙ্গে সমন্বয় করে গাজায় কয়েক হাজার ত্রাণের প্যাকেট ফেলেছিল। যদিও ওই বছরের মার্চে আকাশ থেকে ফেলা এসব ত্রাণ মাথায় পড়ে গাজার পাঁচ বাসিন্দার মর্মান্তিক মৃত্যু হয়েছিল।

ছোট ছোট প্যারাস্যুটে করে সাধারণ বিমান থেকে এসব ত্রাণ ফেলা হয়। যেগুলো সমুদ্র অথবা খোলা স্থান লক্ষ্য করে ছোড়া হয়। তা সত্ত্বেও বাতাসের ধাক্কায় এগুলোর কিছু জনবহুল এলাকায় চলে আসে।

সূত্র: টাইমস অব ইসরায়েল

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *