ক্ষমতা ছেড়েছেন খামেনি!

আন্তর্জাতিক

ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি বর্তমান সংকটময় পরিস্থিতিতে বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি)-এর সুপ্রিম কাউন্সিলের হাতে রাষ্ট্রীয় ও সামরিক ক্ষমতা হস্তান্তর করেছেন।

আন্তর্জাতিক বিভিন্ন গণমাধ্যম—বিশেষ করে ইরান ইন্টারন্যাশনাল, হিন্দুস্তান টাইমস এবং এমএসএন—এই তথ্য নিশ্চিত করেছে। তারা জানিয়েছে, গত পাঁচ দিন ধরে জনসমক্ষে অনুপস্থিত খামেনি গোপনে এই গুরুত্বপূর্ণ ক্ষমতা হস্তান্তরের সিদ্ধান্ত নিয়েছেন। বিশ্লেষকদের মতে, এই পদক্ষেপ ইরানের যুদ্ধকালীন নিরাপত্তা কৌশলের অংশ হিসেবে দেখা হচ্ছে।

ইরান ইন্টারন্যাশনালের দাবি, খামেনিকে তার ছেলে মোজতবা খামেনি এবং ঘনিষ্ঠ আত্মীয়দের নিয়ে তেহরানের উত্তর-পূর্বাঞ্চলের লাভিজানে অবস্থিত একটি গোপন ভূগর্ভস্থ বাঙ্কারে সরিয়ে নেওয়া হয়েছে। এই তথ্য সামনে আসার পর যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এক বিবৃতিতে বলেন, তিনি জানেন খামেনির অবস্থান, তবে এখনই তাকে লক্ষ্য করার কোনো পরিকল্পনা নেই। তবে সতর্কবার্তা দিয়ে তিনি বলেন, “আমাদের ধৈর্য সীমায় পৌঁছে যাচ্ছে।”

যদিও আনুষ্ঠানিকভাবে ইরান এখনো যুদ্ধ ঘোষণা করেনি, তবে দেশটির বিচার বিভাগ স্বীকার করেছে যে, ইরান কার্যত এক জরুরি পরিস্থিতির মধ্যে রয়েছে। এমন অবস্থায় খামেনির এই ক্ষমতা হস্তান্তরকে কেউ কেউ তার শারীরিক অবস্থা নিয়ে উদ্বেগ, আবার কেউ সামরিক সিদ্ধান্তে ধারাবাহিকতা বজায় রাখার চেষ্টা হিসেবে ব্যাখ্যা করছেন।

এই সিদ্ধান্ত এমন এক সময় এলো, যখন ইরান-ইসরায়েল সংঘর্ষের শঙ্কা চূড়ান্ত পর্যায়ে পৌঁছেছে। আন্তর্জাতিক পর্যবেক্ষকদের মতে, পরিস্থিতি যে কোনো মুহূর্তে বিস্ফোরক হয়ে উঠতে পারে। ফলে ইরানে নেতৃত্ব ও কৌশলের এমন রদবদল মধ্যপ্রাচ্যে বড় ধরনের ভূরাজনৈতিক পরিবর্তনের ইঙ্গিতও দিতে পারে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *