ক্লাব বিশ্বকাপে দেখা যাবে না যেসব তারকাকে

খেলা

যুক্তরাষ্ট্রের মাটিতে আর একদিন পরই মাঠে গড়াচ্ছে ফিফা ক্লাব বিশ্বকাপ। টুর্নামেন্টের ২১তম আসরে প্রথমবারের মতো অংশ নেবে ৬ মহাদেশের মোট ৩২টি ক্লাব। যেখানে উদ্বোধনী ম্যাচেই মাঠে নামবে লিওনেল মেসিদের ক্লাব ইন্টার মায়ামি। তাদের প্রতিপক্ষ মিশরীয় ক্লাব আল আহলি।

ক্লাব বিশ্বকাপে অনুমেয়ভাবেই অনেক বড় বড় তারকা ফুটবলারের মেলা বসবে। তবে নতুন ফরম্যাটের কারণে ক্লাব বিশ্বকাপে খেলার সুযোগ পাচ্ছেন না অনেক সেরা ফুটবলাররাই। কারণ তাদের দল ক্লাব বিশ্বকাপে জায়গা করে নিতে পারেননি। চলুন এক নজরে দেখে নিই কারা ক্লাব বিশ্বকাপ মিস করছেন।

আরও পড়ুন- ক্লাব বিশ্বকাপ শুরু শনিবার, যা জানা দরকার

মোহাম্মদ সালাহ (লিভারপুল)

ক্লাব বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জন একটি জটিল প্রক্রিয়া। যার কারণে চলতি মৌসুমে প্রিমিয়ার লিগ শিরোপা জিতেও ক্লাব বিশ্বকাপে জায়গা পায়নি লিভারপুল। ফলে ক্লাব বিশ্বকাপে খেলা হচ্ছে না দলটির মিশরীয় তারকা মোহাম্মদ সালাহ’র। দারুণ এক মৌসুম শেষ করা সালাহ প্রিমিয়ার লিগে ২৯ গোল ও ১৮ অ্যাসিস্ট করেছিলেন।

আরও পড়ুন- ভারতকে ছাড়াই ঢাকায় সাফের আসর, দেখে নিন সূচি

লামিন ইয়ামাল (বার্সেলোনা)

লিভারপুলের মতো লিগ শিরোপা জিতেও ক্লাব বিশ্বকাপে খেলার তালিকায় নেই স্প্যানিশ ক্লাব বার্সেলোনা। তাই সালাহর মতো খেলা হচ্ছে না স্পেনের ১৭ বছর বয়সী বিষ্ময়বালক লামিন ইয়ামালেরও। বার্সার ঘরোয়া ট্রেবল জয়ের মৌসুমে জাদুকরী ফুটবল খেলা এই উইঙ্গারকে দেখতে না পারাটা ফুটবলভক্তদের জন্য আক্ষেপের বড় কারণ হয়ে থাকবে।

আরও পড়ুন- টি-টোয়েন্টির অধিনায়কত্ব ছাড়ার কারণ জানালেন শান্ত

ক্রিশ্চিয়ানো রোনালদো (আল নাসর)

গুঞ্জন উঠেছিল, ক্লাব বিশ্বকাপ খেলার কারণে সৌদি আরবের ক্লাব আল নাসর ছেড়ে অন্য ক্লাবে যোগ দিচ্ছেন ক্রিশ্চিয়ানো রোনালদো। তবে সেই গুঞ্জন উড়িয়ে দিয়েছেন পর্তুগিজ মহাতারকা। আগামী কিছুদিনের মধ্যেই আল নাসরের সঙ্গে নতুন চুক্তি করবেন সিআরসেভেন। আর আল নাসর ক্লাব বিশ্বকাপে না থাকায় রোনালদোরও খেলা হচ্ছে না সেখানে।

আরও পড়ুন- ফিফা র‍্যাঙ্কিংয়ে ছয় বছরের মধ্যে সর্বোচ্চ অবস্থানে বাংলাদেশ

বুকায়ো সাকা (আর্সেনাল)

চ্যাম্পিয়নস লিগের সেমিফাইনালিস্ট আর্সেনালও নেই ক্লাব বিশ্বকাপে। তাই ইংলিশ উইঙ্গার বুকায়ো সাকাও নাম লিখিয়েছেন সালাহ, ইয়ামালদের তালিকায়। এই মৌসুম গানাররা শেষ করেছে কোনো ট্রফি না জিতে। ক্লাব বিশ্বকাপের ট্রেন মিস করা তাদের আফসোস আরও বাড়াবে।

আরও পড়ুন- ৫ বছরের চুক্তিতে ‘স্বপ্নের ক্লাবে’ ব্রাজিলিয়ান স্ট্রাইকার

নেইমার জুনিয়র (সান্তোস)

চলতি বছরের শুরুতেই আল হিলাল ছেড়ে নিজ দেশের ক্লাব সান্তোসে যোগ দিয়েছেন নেইমার। আল হিলাল ক্লাব বিশ্বকাপে জায়গা করে নিয়েছেন, তবে জায়গা হয়নি সান্তোসের। যার কারণে ক্লাব বিশ্বকাপে দেখা যাবে না ব্রাজিলের ‘পোস্টার বয়’ নেইমারকেও। ক্লাব বিশ্বকাপের জন্য দর্শকদের তেমন সাড়া পাওয়া যাচ্ছে না। নেইমার থাকলে হয়তো দর্শকরা আরেকটি বেশি আগ্রহ দেখিয়ে মাঠে বসে খেলা দেখত।

আরও পড়ুন- লেভানদোভস্কির হুমকির পর পোল্যান্ড কোচের পদত্যাগ

এছাড়াও ক্লাব বিশ্বকাপে দেখা যাবে না রাফিনিয়া, রবার্ট লেভানডোভস্কি, কেভিন ডি ব্রুইনা, রোমেলু লুকাকু, করিম বেনজেমার মতো খেলোয়াড়দেরও।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *