কী আছে শেখ হাসিনার সেই লকারে?

Uncategorized

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার নামে রাজধানীর মতিঝিল সেনাকল্যাণ ভবনের পূবালী ব্যাংক শাখায় থাকা একটি লকার জব্দ করেছে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) গোয়েন্দা সেল সিআইসি। বুধবার সকালে এ লকার জব্দ করা হয়।

ব্যাংক সূত্রে জানা যায়, লকারটি দীর্ঘদিন আগে খোলা হয়েছিল এবং শেখ হাসিনা নিজেও দুই দফায় ব্যাংকে এসে লকার ব্যবহার করেছেন। তবে লকারটিতে কী আছে, সে বিষয়ে নিশ্চিত কোনো তথ্য মেলেনি। ব্যাংকের নিয়ম অনুযায়ী বাংলাদেশ ব্যাংক, আদালত ও একজন নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে লকার খোলা হয়। এখনো সেই প্রক্রিয়া শুরু হয়নি।

ব্যাংক কর্তৃপক্ষের আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যায়নি। তবে কর্মকর্তাদের সঙ্গে অনানুষ্ঠানিক আলাপে জানা গেছে, শেখ হাসিনার নামে ব্যাংকটিতে ১২ কোটি টাকার একটি এফডিআর রয়েছে। এছাড়া যৌথ নামে আরও একটি এফডিআর পাওয়া গেছে, যার পরিমাণ ৪৪ কোটি টাকা।

এনবিআরের গোয়েন্দারা জানিয়েছেন, লকারে কী রয়েছে, তা প্রক্রিয়া অনুযায়ী খোলা হলে জানা যাবে। সাধারণত স্বর্ণালঙ্কার, জমির দলিল বা এফডিআরের কাগজপত্রের মতো মূল্যবান জিনিসপত্র ব্যাংকের লকারে সংরক্ষিত থাকে।

এ বিষয়ে বিস্তারিত জানার জন্য ব্যাংক কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগের চেষ্টা চলছে। লকার খোলার পর আনুষ্ঠানিকভাবে তথ্য জানানো হবে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *