কাতারের আমিরকে ইরানের গোপন চিঠি

আন্তর্জাতিক

ইসরায়েলের চলমান আগ্রাসনের মধ্যেই কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানির কাছে একটি গোপন চিঠি পাঠিয়েছেন ইরানের নবনির্বাচিত প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। ইতোমধ্যে বার্তাটি আমিরের হাতে পৌঁছে গেছে বলে নিশ্চিত করেছে কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয়।

বুধবার (১৮ জুন) বিষয়টি গণমাধ্যমে জানানো হয়। যদিও চিঠির বিষয়বস্তু প্রকাশ করা হয়নি, তবে ধারণা করা হচ্ছে, মধ্যপ্রাচ্যের টানাপোড়েন ও চলমান সংকট ঘিরেই এর মূল আলোচনা।

চিঠিটি হস্তান্তর করেন কাতারে নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত আলি সালেহাবাদি। তিনি কাতারের পররাষ্ট্র প্রতিমন্ত্রী সুলতান বিন সাদ আল মুরাইখির সঙ্গে সাক্ষাতের সময় বার্তাটি প্রদান করেন।

এদিকে, যুক্তরাষ্ট্রের সামরিক হস্তক্ষেপ নিয়ে কড়া হুঁশিয়ারি উচ্চারণ করেছেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি। বুধবার টেলিভিশনে দেওয়া এক ভাষণে তিনি বলেন, ‘‘আমেরিকানদের বুঝতে হবে, যেকোনো সামরিক পদক্ষেপ ইরানের জন্য নয়, বরং তাদের নিজেদের জন্যই ভয়াবহ পরিণতি ডেকে আনবে— যা তারা কখনোই সামাল দিতে পারবে না।’’

তিনি আরও বলেন, ‘‘যারা ইরান, এর জনগণ এবং ইতিহাস সম্পর্কে জানেন, তারা কখনো হুমকির ভাষায় কথা বলবেন না। কারণ ইরানি জাতি কখনোই ভয় বা চাপের কাছে মাথানত করে না।’’

খামেনি জোর দিয়ে বলেন, ‘‘যেভাবে চাপিয়ে দেওয়া যুদ্ধে ইরান প্রতিরোধ গড়ে তুলেছে, ঠিক সেভাবেই চাপিয়ে দেওয়া শান্তির বিরুদ্ধেও দৃঢ় অবস্থান নেবে এই জাতি।’’

উল্লেখ্য, ১৩ জুন ভোররাতে ইসরায়েল ‘অপারেশন রাইজিং লায়ন’ নামে একটি অভিযান চালায়। এতে তেহরানসহ ইরানের বিভিন্ন সামরিক ঘাঁটি, পারমাণবিক গবেষণা কেন্দ্র এবং আবাসিক এলাকাগুলো লক্ষ্যবস্তুতে পরিণত হয়।

এই সহিংসতা শুরুর পর থেকে ইরান ও ইসরায়েলের মধ্যে বহু হতাহতের ঘটনা ঘটেছে। তবে এখনো পর্যন্ত কোনো পক্ষ থেকেই আনুষ্ঠানিকভাবে শান্তি প্রতিষ্ঠার উদ্যোগ নেওয়া হয়নি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *