চট্টগ্রামের কর্ণফুলী নদীর তলদেশ দিয়ে তৈরি হওয়া টানেলকে ঘিরে
হঠাৎই সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে এক চাঞ্চল্যকর ভিডিও। দেখা যাচ্ছে—টানেলের ভেতর হঠাৎ ঝরনার মতো পানি ঢুকছে! মুহূর্তেই ভিডিওটি ভাইরাল হয়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে শহরজুড়ে। অনেকে বলছেন, “টানেল ফেটে গেছে”, কেউ আবার বলছেন, “কাজে ত্রুটি আছে”।
কিন্তু আসল ঘটনা জানলে চমকে উঠবেন!
যে ভিডিও নিয়ে হইচই চলছে, সেটি আসলে কর্ণফুলী টানেলের নয়। অনুসন্ধানে জানা গেছে, ভিডিওটি এসেছে চীনের ছংছিং শহরের তুঝু টানেল থেকে, যেখানে সত্যিই পানি প্রবেশ করেছিল। সেই দৃশ্য কেটে ফেসবুকে শেয়ার করে “কর্ণফুলী টানেল ফেটে গেছে” ক্যাপশন দিয়ে ছড়িয়ে দেওয়া হয়েছে।
বিশেষজ্ঞরা বলছেন—কর্ণফুলী টানেল সম্পূর্ণ নিরাপদ, এরকম কোনো দুর্ঘটনা ঘটেনি। অথচ সোশ্যাল মিডিয়ার গুজব মুহূর্তেই হাজারো মানুষকে ভয়ে কাঁপিয়ে দিয়েছে।