ওপারে ভালো থাকিস ভাই

সারাদেশ

২০২৪ সালের ‘জুলাই বিপ্লব’-এর এক বছর পূর্তিতে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও আন্দোলনের সক্রিয় অংশগ্রহণকারী নাফসিন মেহেনাজ আজিরিন তার সামাজিক যোগাযোগমাধ্যমে স্মরণ করেন সেই বেদনাবিধুর দিনের কথা, যেদিন শহীদ হন আন্দোলনকারী শিক্ষার্থী জিল্লুর রহমান।

ফেসবুক টাইমলাইনে আবেগঘন ভাষায় নাফসিন লেখেন: “মনে আছে সেইদিনের কথা? ১৮ জুলাই, যখন আমাদের ভাই জিল্লুর শহীদ হল, আমি ব্র্যাকের উপরতলা থেকে দেখছিলাম তাকে নিয়ে যাওয়া হচ্ছে। চোখের সামনে সব ভেঙে পড়ল। কাঁদতে কাঁদতে শুধু একটা কথাই বলছিলাম –
‘জালিমের বাচ্চারা আমার ভাইকে মেরে ফেলছে!’”

তিনি আরও লেখেন, “ওপারে ভালো থাকিস ভাই… তোদের রক্ত বৃথা যেতে দিইনি, দেব না (In Sha Allah)।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *