এশিয়ার আরেক দেশে জেন-জি বিক্ষোভ শুরু

সারাদেশ

এশিয়ার বিভিন্ন দেশে তরুণ প্রজন্মের আন্দোলন যেভাবে রাজনীতির চিত্র পাল্টে দিচ্ছে,

তার ঢেউ এবার পৌঁছেছে পূর্ব তিমুরে। রাজধানী দিলির রাস্তায় নেমে এসেছে হাজারো তরুণ, মূলত বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী। এমপিদের জন্য বিলাসবহুল গাড়ি কেনার সিদ্ধান্তের বিরুদ্ধে শুরু হওয়া এই বিক্ষোভ এখন রূপ নিয়েছে এক অগ্নিগর্ভ পরিস্থিতিতে।

সংঘর্ষে উত্তপ্ত দিলি

মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) টানা দ্বিতীয় দিনের মতো বিক্ষোভে উত্তাল হয়ে ওঠে রাজধানী দিলি। জাতীয় সংসদ ভবনের সামনে বিক্ষোভকারীরা টায়ার জ্বালিয়ে সড়ক অবরোধ করেন। একটি সরকারি গাড়িতে আগুন ধরিয়ে দেওয়া হয়, আর পুলিশের দিকে ছোড়া হয় ইট-পাটকেল। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ টিয়ার গ্যাস ছুড়ে দেয়, ফলে গোটা শহরে তীব্র উত্তেজনা ছড়িয়ে পড়ে।

প্রায় দুই হাজার বিক্ষোভকারীর বেশিরভাগই তরুণ শিক্ষার্থী। তাদের দাবি স্পষ্ট— সংসদের ৬৫ সদস্যের জন্য টয়োটা প্রাডো এসইউভি কেনার পরিকল্পনা অবিলম্বে বাতিল করতে হবে।

‘চোরদের থামাও’

বিক্ষোভকারীদের হাতে ব্যানারে লেখা ছিল, ‘চোরদের থামাও।’ আন্দোলনের নেতা ৩৪ বছর বয়সী ডমিঙ্গোস দে আন্দ্রাদে বলেন, ‘আমরা চাই সংসদ সভাপতি প্রকাশ্যে ঘোষণা দিয়ে এই সিদ্ধান্ত বাতিল করুন। না হলে আন্দোলন অব্যাহত থাকবে।’

রাজনৈতিক দলগুলোর অবস্থান

সোমবারও একই দাবিতে রাজধানীজুড়ে বিক্ষোভ হয়। এর পর কয়েকটি রাজনৈতিক দল সংসদে গাড়ি কেনার পরিকল্পনা বাতিলের প্রস্তাব তোলার ঘোষণা দিয়েছে। তবে সমালোচনার বিষয় হলো— বাজেট অনুমোদনের সময় এই গাড়ি কেনার অর্থ বরাদ্দে তারাই সমর্থন দিয়েছিল।

রাষ্ট্রপতির বার্তা

দেশটির প্রেসিডেন্ট হোসে রামোস-হোরতা বিক্ষোভকারীদের শান্ত থাকার আহ্বান জানিয়ে বলেছেন, ‘সরকার বা সংসদ ভুল করলে তার বিরুদ্ধে প্রতিবাদ নাগরিকদের অধিকার। কিন্তু সহিংসতা কোনোভাবেই বরদাশত করা হবে না।’

দারিদ্র্যের দেশে বিলাসিতা

২০০২ সালে ইন্দোনেশিয়ার কাছ থেকে স্বাধীনতা পাওয়া পূর্ব তিমুর এখনো দক্ষিণ-পূর্ব এশিয়ার অন্যতম দরিদ্র দেশ। তেলনির্ভর অর্থনীতির দেশটিতে বেকারত্ব, অপুষ্টি ও বৈষম্য প্রকট সমস্যা হিসেবে রয়ে গেছে। এমন বাস্তবতায় এমপিদের জন্য বিলাসবহুল গাড়ি কেনার পরিকল্পনা সাধারণ মানুষের কাছে অযৌক্তিক বিলাসিতা হিসেবেই দেখা দিয়েছে।

বিশ্লেষকরা বলছেন, এই আন্দোলন শুধু গাড়ি কেনার বিরুদ্ধে নয়, বরং রাজনৈতিক নেতাদের বিলাসী জীবনযাপন ও তরুণদের দীর্ঘদিনের হতাশারই বহিঃপ্রকাশ। অনেকের মতে, পার্শ্ববর্তী ইন্দোনেশিয়ায় সাম্প্রতিক জেন-জি আন্দোলনের প্রতিচ্ছবি এবার দেখা যাচ্ছে পূর্ব তিমুরের রাস্তায়।

সূত্র : আরব নিউজ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *