এবার পাকিস্তানের হামলায় দুই শিশুসহ ভারতে নিহত ১০

আন্তর্জাতিক

ভারতীয় সেনাবাহিনী বলছে, নিহত সবাই বেসামরিক নাগরিক। এছাড়া পাকিস্তানের এ হামলায় আরও অনেকে আহত হয়েছেন বলে জানানো হয়েছে। খবর এনডিটিভি’র।

তবে পাকিস্তানকে ‘আনুপাতিক জবাব’ দেয়া হয়েছে বলে উল্লেখ করেছে ভারতীয় সেনাবাহিনী।

পাকিস্তানে ভারতের হামলায় ২৬ বেসামরিক নাগরিক নিহত হয়েছেন বলে জানিয়েছেন দেশটির আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতরের (আইএসপিআর) মহাপরিচালক লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরীফ চৌধুরী। হামলায় আহত হয়েছেন কমপক্ষে ৪৬ জন।

আরও পড়ুন: পাকিস্তানে ভারতের হামলা নিয়ে মুখ খুললো চীন

পাকিস্তানের সেনাপ্রধানও একই তথ্য দিয়েছেন বলে উল্লেখ করা হয়েছে ব্রিটিশ গণমাধ্যম দ্য গার্ডিয়ানের এক প্রতিবেদনে।

এর আগে পাকিস্তানে ভারতের হামলায় আটজনের মৃত্যুর খবর পাওয়া যায়। পরে এ সংখ্যা বেশি বলা হলেও তা মঙ্গলবার রাতভর সীমান্তবর্তী গোলাবর্ষণের ফলাফল কি না, সেটি স্পষ্ট নয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *