এবার কান্নায় ভেঙে পড়লেন ডিসি সারওয়ার

সারাদেশ

পরকালের জবাবদিহিতার ভয় ও আল্লাহর সন্তুষ্টি অর্জনের প্রত্যাশায় কান্নায় ভেঙে পড়লেন সিলেটের জেলা প্রশাসক (ডিসি) মো. সারওয়ার আলম।

বৃহস্পতিবার (৬ নভেম্বর) দুপুরে জেলা প্রশাসন হলরুমে আয়োজিত এক মতবিনিময় সভায় এমন আবেগঘন মুহূর্তের সৃষ্টি হয়। ইমাম-মুয়াজ্জিন কল্যাণ ট্রাস্ট গঠনের লক্ষ্যে জেলা প্রশাসনের এই বিশেষ সভায় বক্তব্য দিতে গিয়ে ডিসি সারওয়ার আলম আবেগাপ্লুত হয়ে পড়েন।

বক্তব্য দিতে দিতে তিনি বলেন, “আপনারা যদি বলেন জেলা প্রশাসন একটা ভালো কাজ করেছে, তাহলে আমি কৃতজ্ঞ থাকব। কিয়ামতের ময়দানে আমাকে যে প্রশ্নগুলোর মুখোমুখি হতে হবে, সেগুলোর উত্তর যেন দিতে পারি—এটিই আমার চাওয়া।”

কান্নাজড়িত কণ্ঠে তিনি আরও বলেন, “আজকের আয়োজন যেন পরকালে নাজাতের উছিলা হয়। ইমাম-মুয়াজ্জিনদের জন্য এই ট্রাস্ট যদি সামান্য উপকারও করতে পারে, তাহলে আমরা নিজেরাও কিছুটা শান্তি পাব, কিয়ামতের কঠিন দিনে হয়তো কিছুটা রেহাই পাব।”

সভায় উপস্থিত ছিলেন সিলেটের বিভাগীয় কমিশনার খান মো. রেজা-উন-নবীসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা। সভায় উপস্থিত অনেকেই ডিসির বক্তব্য শুনে আবেগাপ্লুত হয়ে পড়েন।

পরে জেলা প্রশাসনের পক্ষ থেকে ইমাম-মুয়াজ্জিন কল্যাণ ট্রাস্টের তহবিলে ২০ লাখ টাকার অনুদান প্রদান করা হয়।

সূত্র : সময়ের কণ্ঠস্বর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *