এবার আমির হামজার আরেক ভিডিও ভাইরাল

সারাদেশ

কুষ্টিয়ায় নামাজ শেষে মসজিদে বক্তব্য দেওয়া নিয়ে বিতর্কের পর ইসলামি বক্তা মুফতি আমির হামজার আরেকটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।

শনিবার (২৫ অক্টোবর) বিকেলে সদর উপজেলার বটতৈল ইউনিয়নের বরিয়া জামে মসজিদে এ ঘটনার পর থেকে এলাকায় ব্যাপক আলোচনা চলছে।

৩ মিনিট ২৯ সেকেন্ডের একটি ভিডিও ক্লিপে দেখা যায়, আসরের নামাজ শেষে মসজিদে বক্তব্য দিচ্ছিলেন মুফতি আমির হামজা। এ সময় বরিয়া জামে মসজিদ কমিটির সভাপতি ও স্থানীয় বিএনপি নেতা শাজাহান আলী হান্নান উঠে বলেন, হুজুর, ধর্মীয় আলোচনা যত চান করুন, কিন্তু রাজনৈতিক কথা বলবেন না। এরপর উপস্থিত কয়েকজন মুসল্লি ক্ষুব্ধ হয়ে হান্নানের দিকে তেড়ে যান এবং তাকে মসজিদের বাইরে বের করে দেন।

শাজাহান আলী হান্নান বলেন, আমি মসজিদ কমিটির সভাপতি। মুফতি আমির হামজা আসবেন, কেউ জানায়নি। আমি শুধু ধর্মীয় আলোচনা করতে বলেছিলাম, রাজনৈতিক না। এতেই কিছু অচেনা লোক আমার ওপর চড়াও হয়।

তিনি অভিযোগ করেন, মসজিদে যারা ছিল, তাদের বেশির ভাগই জামায়াতে ইসলামীর কর্মী। পরে মুফতি আমির হামজা দুঃখ প্রকাশ করেছেন।

ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আনিসুর রহমান ঘটনার নিন্দা জানিয়ে বলেন, হান্নান ভাইয়ের সঙ্গে এমন আচরণ করা প্রতিহিংসামূলক। মসজিদে কেবল ধর্মীয় আলোচনা হওয়া উচিত, রাজনীতি নয়।

এ বিষয়ে মুফতি আমির হামজা গণমাধ্যমকে বলেন, আমরা গণসংযোগে ছিলাম। ওই মসজিদে নামাজ শেষে ইমাম সাহেব সালাম দিতে বললেন। আমি বক্তব্য শুরু করার আগেই তিনি (হান্নান) বললেন, রাজনৈতিক কথা বলবেন না। এতে কয়েকজন উত্তেজিত হয়েছিলেন, পরে আমি বিষয়টা শান্ত করি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *