এনসিপি-গোপালগঞ্জ ইস্যু নিয়ে নতুন তথ্য দিলেন ইশরাক হোসেন

সারাদেশ

গোপালগঞ্জে বিএনপির রাজনৈতিক কর্মসূচির ধারাবাহিকতা তুলে ধরে বিএনপি নেতা ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন এক ফেসবুক স্ট্যাটাসে বলেছেন, “কয়েক মাস আগেও গোপালগঞ্জ জেলা বিএনপি বিশাল জনসভা করেছে। এমনকি গতকালও কাশিয়ানী উপজেলা বিএনপির নেতৃত্বে একটি বিশাল মিছিল হয়েছে।”

তিনি জানান, গোপালগঞ্জে ছাত্রদল, যুবদল ও স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে একাধিক কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে এবং এখনও হচ্ছে।

ইশরাক বলেন, “এক সময় বিএনপির কাছে পুরো দেশ যেমন ছিল, গোপালগঞ্জও ছিল তেমনি। আমরা সকল নিরাপত্তা বাহিনী, গোয়েন্দা সংস্থা এবং আওয়ামী সন্ত্রাসী সংগঠনের বিরুদ্ধে একযোগে লড়াই চালিয়েছি—কারো ব্যাকআপ ছাড়াই।”

তিনি ক্ষমতাসীনদের উদ্দেশে বলেন, “আপনাদের দৃষ্টিভঙ্গি ও রাজনৈতিক পরামর্শদাতা পরিবর্তন করুন। যারা আপনাদের সবচেয়ে বড় শক্তি হতে পারত, তাদেরই প্রতিপক্ষ হিসেবে দেখে চলেছেন।”

বিএনপি নেতা আরও বলেন, “যাদের বিতাড়িত করা হয়েছে, তাদের উপরের কিছু নেতাকে বাদ দিলে, বেশিরভাগই এখনো দেশের ভেতরেই আছেন।”

তিনি সবাইকে সতর্ক করে বলেন, “আমাদের সবাইকে নিশ্চিহ্ন করার জন্য খুনিচক্রের নেতৃত্বে শেখ হাসিনা সরাসরি নির্দেশ দিচ্ছেন, যা বাস্তবায়নে উঠেপড়ে লেগেছে তার লোকেরা।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *