সিরিয়ায় বেশ কয়েকটি শক্তিশালী বিস্ফোরণের খবর পাওয়া গেছে। ইরানের মেহের নিউজ এজেন্সি জানিয়েছে, অন্তত ১০টিরও বেশি শক্তিশালী বিস্ফোরণ ঘটেছে।
ওয়াকিবহাল সূত্রের বরাতে সংবাদমাধ্যমটি জানিয়েছে, বর্তমানে ক্ষমতায় থাকা আল-জোলানি বা আল-শারার সরকারের সঙ্গে সম্পৃক্ত বিদেশি সশস্ত্র গোষ্ঠীগুলোর ঘাঁটিতে ধারাবাহিক এই বিস্ফোরণগুলো ঘটেছে।
লেবাননভিত্তিক আল মায়াদিনের প্রতিবেদন অনুসারে, আল-শারার সরকারের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের ড্রোন ইউনিটের সঙ্গে যুক্ত স্থাপনাগুলোকে লক্ষ্য করে লাতাকিয়া অঞ্চলে বিস্ফোরণগুলো ঘটে। তবে ঘটনা সম্পর্কে আরও বিস্তারিত এখনো প্রকাশ করা হয়নি।