জুলাই অভ্যুত্থানে শিক্ষার্থীদের ওপর হামলায় অভিযুক্ত বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় (বেরোবি) শাখা ছাত্রলীগের ত্রাণ ও দুর্যোগবিষয়ক সম্পাদক আবু সালেহ মো. নাহিদকে বিস্ফোরক মামলায় গ্রেপ্তার করেছে পুলিশ।
রবিবার (৭ সেপ্টেম্বর) সন্ধ্যা সাতটার দিকে রংপুর নগরীর খামারমোড়ে বিশেষ অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার নাহিদের বিরুদ্ধে ক্যাম্পাসে শিক্ষার্থীদের ওপর হামলা, সিনিয়রদের মারধর, হলে সিট বাণিজ্য, শারীরিক ও মানসিক নির্যাতন এবং শিক্ষক-কর্মকর্তাদের হুমকি দেওয়ার অভিযোগ রয়েছে।
বেরোবির সাবেক এক শিক্ষার্থী বলেন, ‘ভর্তির পর থেকেই শিক্ষার্থীদের কাছে নাহিদ আতঙ্কের নাম হয়ে ওঠেন।
বিভিন্ন হলে সিট বাণিজ্য, নির্যাতন ও হুমকি দিয়ে অনৈতিক সুবিধা আদায়ের অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে।’
বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় পুলিশ ফাড়ির ইনচার্জ রাশেদ খান বলেন, ‘বিশেষ অভিযানের মাধ্যমে তাকে নগরীর খামারমোড় থেকে গ্রেপ্তার করি। তাকে বর্তমানে তাজহাট থানা হেফাজতে রাখা হয়েছে। আগামীকাল কোর্টে উঠানো হবে।