এইমাত্র পাওয়া: জামায়াতে যোগ দিলেন বিএনপি নেতা

সারাদেশ

বরগুনার আমতলী উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক ও জেলা কৃষক দলের সহ-সভাপতি আবু বকর সিদ্দিক (জসিম) ফকির বিএনপির সব পদ থেকে পদত্যাগ করে জামায়াতে ইসলামীতে যোগ দিয়েছেন।

শুক্রবার (২৯ আগস্ট) বকুলনেছা মহিলা ডিগ্রি কলেজ সড়কের উপজেলা জামায়াত কার্যালয়ে তিনি আনুষ্ঠানিকভাবে যোগ দেন এবং সদস্য ফরম পূরণ করেন।

জানা গেছে, হাসপাতাল সড়কের বাসিন্দা আবু বকর সিদ্দিক (জসিম) ২০০৫ সালে যুবদলের রাজনীতিতে যুক্ত হন। দীর্ঘ ২০ বছর তিনি যুবদল ও কৃষক দলের বিভিন্ন পদে দায়িত্ব পালন করেন। এ সময় তিনি সরকার বিরোধী আন্দোলনে অংশ নিয়ে একাধিক মামলার আসামি হন। তবে উপজেলা বিএনপির সিনিয়র নেতাদের অসৌজন্যমূলক কর্মকাণ্ডে ক্ষুব্ধ হয়ে তিনি বিএনপি ছাড়ার সিদ্ধান্ত নেন বলে জানা যায়।

আবু বকর সিদ্দিক (জসিম) ফকির বলেন, বিএনপিতে নিয়মশৃঙ্খলা নেই, ত্যাগী নেতারা জিম্মি হয়ে আছেন। সত্য ও সততার ভিত্তিতে রাজনীতি করার সুযোগ নেই। তাই বিএনপি থেকে সরে এসে জামায়াতের আদর্শে অনুপ্রাণিত হয়ে আমি যোগ দিয়েছি।

উপজেলা জামায়াতের নায়েবে আমির অধ্যাপক ইলিয়াস হোসাইন বলেন, জামায়াত একটি শান্তি প্রিয় ইসলামী রাজনৈতিক দল। আমাদের আদর্শে যারা বিশ্বাসী, তারা স্বতঃস্ফূর্তভাবে দলে যোগ দিচ্ছেন।

এ সময় উপস্থিত ছিলেন- উপজেলা জামায়াতের নায়েবে আমির অধ্যাপক মাওলানা ইলিয়াস হোসাইন, জেলা শাখার প্রচার ও মিডিয়া সম্পাদক মো. আবদুল মালেক, উপজেলা সেক্রেটারি মো. মোফাজ্জল হোসেনসহ স্থানীয় নেতারা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *