এইমাত্র পাওয়া: কারাগারে বন্দি থাকা আওয়ামী লীগ নেতার হাসপাতালে মৃত্যু

সারাদেশ

মুন্সীগঞ্জ সদর উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক সারোয়ার হোসেন নান্নু (৬০) বন্দি অবস্থায় মারা গেছেন।
হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, হৃদরোগে আক্রান্ত হওয়ার পর জেনারেল হাসপাতালে আনা হয়েছিল, কিন্তু তখন আর বাঁচানো যায়নি।

মুন্সীগঞ্জ জেলা কারাগারের জেল সুপার মুহাম্মদ এনায়েত উল্ল্যাহ জানিয়েছেন, বুকের ব্যথার কারণে রবিবার ভোর রাত সাড়ে ৩ টায় জেলখানা থেকে হাসাপাতালে নিলে ৪ টার দিকে মারা যান। তবে হাসপাতালে তাকে ভর্তি দেখানো হয়নি। আর মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. আতাউর রহমান জানান, ভোর চারটার সামান্য আগে তাকে হাসপাতালে আনা হয়। তার হার্ট অ্যাটাক হয়েছিল। হাসপাতালে আসার ৫/৭ মিনিটের মধ্যেই তার মৃত্যু হয়। জীবন-মৃত্যুর সন্ধিক্ষণ অবস্থায় আমরা সর্বোচ্চ চেষ্টা করেছি, ভর্তি রাখার সময়ই পাওয়া যায়নি।

আরও পড়ুনঃ বোরকা পরে অপু বিশ্বাসের আত্মসমর্পণ, যত টাকা মুচলেকায় মিলল জামিন
জেল সুপার বলেন, রাজনৈতিক মামলায় গ্রেফতারের পর গত ৫ মে থেকে সারোয়ার হোসেন নান্নু মুন্সীগঞ্জ কারাগারে বন্দি ছিলেন। জনাব নান্নুর তিন কন্যা রয়েছেন দুজন রাজধানী ঢাকায় এবং একজন যুক্তরাজ্যে বসবাস করেন।
তিনি মুন্সীগঞ্জ-৩ আসনের সাবেক সাংসদ ফয়সাল বিপ্লবের ফুফাতো ভাই। গ্রেফতারের পর ফয়সাল বিপ্লবও কিছু দিন এই কারাগারে ছিলেন। এখন তাকে ঢাকার কেন্দ্রীয় কারাগারে রাখা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *