এইমাত্র পাওয়াঃ বিএনপির মনোনয়ন পাচ্ছেন যারা!

সারাদেশ

আগামী জাতীয় নির্বাচন ঘিরে সিলেট বিএনপি এখন চরম উত্তেজনাপূর্ণ। সিলেট বিভাগের ১৯টি আসনের মনোনয়ন প্রত্যাশীদের নিয়ে আগামী রবিবার (১৯ অক্টোবর) কেন্দ্রে এক গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হবে। এই বৈঠক নিয়ে দলের শীর্ষ নেতারাও বেশ চাপে এবং আলোচনা তুঙ্গে।

রোববার গুলশানে চেয়ারপারসনের কার্যালয়ে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সিলেট বিভাগের শতাধিক সম্ভাব্য প্রার্থীর সঙ্গে সাক্ষাৎ করবেন। এই বৈঠকে প্রতিটি আসনে প্রার্থীর সাংগঠনিক অবস্থা, ভোটার সংযোগ, মাঠপর্যায়ের জনপ্রিয়তা ও স্থানীয় জনসম্পৃক্ততা পর্যালোচনা করা হবে।

সিলেট-ঢাকা মহাসড়কের বেহাল দশার কারণে ঢাকামুখী এই নেতারা, যাদের মধ্যে সাবেক সংসদ সদস্য, জেলা ও উপজেলা নেতা, যুবনেতা, সাংবাদিক ও স্বেচ্ছাসেবক দলের নেতারা রয়েছেন—তাদের গুটিকয়েকজন ছাড়া প্রায় সবাই বিমানের টিকিট কেটেছেন। যারা সড়ক পথে যাবেন, তারা আজ (শুক্রবার) রওনা দেবেন।

সিলেট বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক জি কে গৌছের ফোন বন্ধ পাওয়া গেলেও তার ঘনিষ্ঠরা নিশ্চিত করেছেন যে তিনি তলবের খবর পেয়েই ঢাকা চলে গেছেন। মৌলভীবাজার-৩ আসনের মনোনয়ন প্রত্যাশী, জেলা বিএনপির আহ্বায়ক ফয়জুল করিম ময়ুন ঢাকায় যাওয়ার প্রস্তুতি নিচ্ছেন। সুনামগঞ্জ-৫ আসনের সাবেক সংসদ সদস্য কলিম উদ্দিন মিলনও গতকাল ঢাকায় ছিলেন এবং রোববারের সাক্ষাতের জন্য আবার যাবেন। সিলেট জেলা বিএনপির সভাপতি ও সিলেট-৩ আসনের মনোনয়ন প্রত্যাশী আব্দুল কাইয়ুম চৌধুরীও ঢাকায় যাওয়ার জন্য প্রস্তুত বলে জানিয়েছেন।

তিনি বলেন, মনোনয়ন প্রত্যাশীর সংখ্যা বেশি হলেও দলই যথাযথ সিদ্ধান্ত নেবে। জানা গেছে, সুনামগঞ্জের ৫টি আসনেই সম্ভাব্য প্রার্থীর সংখ্যা ২১ জন, যা পুরো বিভাগে শতাধিক ছাড়াবে।

দলীয় সূত্রে জানা গেছে, প্রার্থী বাছাইয়ের ক্ষেত্রে ডিজিটাল ডাটাবেজ ও অনলাইন স্ক্রুটিনির মাধ্যমে প্রার্থীদের অতীত কার্যক্রম, ভোটার সংযোগ, সামাজিক যোগাযোগ মাধ্যমে অবস্থান, সাংগঠনিক কার্যক্রম এবং জনসম্পৃক্ততা যাচাই করা হচ্ছে। দল একটি স্বচ্ছ ও তথ্যভিত্তিক মনোনয়ন তালিকা চূড়ান্ত করতে চাইছে। ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ভিডিও কনফারেন্সের মাধ্যমে বিভাগীয় অগ্রগতি পর্যবেক্ষণ করছেন।

কেন্দ্রীয় সূত্র নিশ্চিত করেছে, প্রতিটি আসনে কেবল একজন প্রার্থীই চূড়ান্ত মনোনয়ন পাবেন এবং সব প্রার্থীকে স্থানীয় সরকার নির্বাচনের প্রস্তুতিতেও সক্রিয় থাকতে হবে। নেতারা জানিয়েছেন, প্রার্থী বাছাই শেষে ধানের শীষের পক্ষে সবাই একযোগে কাজ করবেন এবং বিদ্রোহী প্রার্থিতা রোধে শক্ত পদক্ষেপ নেওয়া হবে।

রোববার বিকেল ৩টায় শুরু হতে যাওয়া এই বৈঠক ও যাচাই প্রক্রিয়া সম্পন্ন হলে সিলেট বিভাগের চূড়ান্ত প্রার্থী তালিকা ঘোষণা করা হবে, যা নির্বাচনের প্রস্তুতিতে একটি গুরুত্বপূর্ণ ধাপ হিসেবে বিবেচিত হবে।

সুত্রঃ দৈনিক জনকন্ঠ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *