এইমাএ পাওয়া: চাঁদাবাজির অভিযোগে বিএনপি নেতা গ্রেপ্তার

সারাদেশ

চাঁদপুরের মতলব উত্তর থেকে চাঁদাবাজির মামলায় বিএনপির সহ-সভাপতি আব্দুল মান্নান লস্করকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার (২৯ জুলাই) দুপুরে তাকে মতলব উত্তর থানা থেকে আদালতে পাঠানো হয়েছে বলে নিশ্চিত করেছেন থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. রবিউল হক।

আব্দুল মান্নান লস্কর মতলব উত্তর পৌর বিএনপির সহ-সভাপতি এবং ছেঙ্গারচর বাজার বনিক সমিতির সভাপতি। তিনি মতলব উত্তর চেঙ্গারচর পৌরসভার ৪ নম্বর ওয়ার্ড আদুরভিটি গ্রামের লস্কার বাড়ির মৃত ফজর আলী লস্করের ছেলে।

মতলব উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি বশির উদ্দিন আহমেদ খান জানান, মান্নান লস্কর উপজেলা ও জেলা বিএনপির সদস্য। এছাড়া তিনি ছেঙ্গারচর বাজার বনিক সমিতির সভাপতি।

পুলিশ সূত্রে জানা যায়, সোমবার (২৮ জুলাই) রাত সাড়ে ৯টার দিকে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) অভিযোগের ভিত্তিতে তাকে তার নিজ এলাকা থেকে গ্রেপ্তার করে। পরে মতলব উত্তর থানায় হস্তান্তর করা হয়।

মতলব উত্তর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. রবিউল হক বলেন, গরু ব্যবসায়ী আহম্মদ উল্লাহ স্থানীয় থানায় চাঁদাবাজি ও দলবলসহ হত্যার হুমকির অভিযোগ এনে মামলা করেছেন। মামলা তদন্তের অংশ হিসেবে মঙ্গলবার তাকে আদালতে পাঠানো হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *