উত্তরায় প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত, নিহত স্কোয়াড্রন লিডার তৌকির

সারাদেশ

রাজধানীর উত্তরার দিয়াবাড়ি এলাকায় অবস্থিত মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ক্যাম্পাসে সোমবার দুপুরে বিধ্বস্ত হয়েছে বাংলাদেশ বিমানবাহিনীর একটি প্রশিক্ষণ বিমান। এতে বিমানটিতে থাকা স্কোয়াড্রন লিডার তৌকির নিহত হয়েছেন।

দুপুর আনুমানিক ১টা ৬ মিনিটে উড্ডয়নকারী ফাইটার-ট্রেইনার এফ-৭ বিজিআই মডেলের বিমানটি মিলে পতনের পর আগুন ধরে যায়। তৎক্ষণাৎ ফায়ার সার্ভিস, সেনাবাহিনী ও পুলিশ এসে ঘটনাস্থলে উদ্ধারকাজে অংশ নেয়। ফায়ার সার্ভিসের কমপক্ষে দশটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ চালিয়েছে।

আইএসপিআরের সংক্ষিপ্ত বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, নিহত স্কোয়াড্রন লিডার তৌকিরের মৃত্যুর খবর নিশ্চিত করা হয়েছে । তবে দুর্ঘটনায় অন্য কোনো সদস্য বা সিভিলিয়ান আহত হয়েছেন কিনা, তা এখনও নির্দিষ্টভাবে নিশ্চিত হয়নি।

ঢাকা মেট্রোপলিটন পুলিশের উত্তরা বিভাগের উপ-পুলিশ কমিশনার মহিদুল ইসলাম ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি পর্যবেক্ষণ করেছেন। জেলা ও বিমান বাহিনী কর্তৃপক্ষ দ্রুতভাবে তদন্ত কমিটি গঠন করবে বলে প্রত্যাশা করা হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *