ইসরায়েল-ইরান সংঘাত, নিজেদের অবস্থান স্পষ্ট করলো সর্ববৃহৎ মুসলিম দেশ

আন্তর্জাতিক

ইরান-ইসরায়েল সংঘাতের মধ্যে নিজেদের অবস্থান স্পষ্ট করলো সর্ববৃহৎ মুসলিম দেশ ইন্দোনেশিয়া। মধ্যপ্রাচ্যে ইরান ও ইসরায়েলের মধ্যে সরাসরি সামরিক সংঘাত শুরু হওয়ায় তা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছে দক্ষিণ-পূর্ব এশিয়ার বৃহত্তম মুসলিম দেশটি। দেশটি যুদ্ধরত পক্ষগুলোকে আরও সংযম প্রদর্শনের আহ্বান জানিয়েছে, যাতে করে আঞ্চলিক স্থিতিশীলতা আরও অবনতি না ঘটে।

ইন্দোনেশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সুগিয়োনো বলেন, “আমরা আশা করি এই উত্তেজনা শিগগিরই নিরসন হবে এবং সংশ্লিষ্ট পক্ষগুলো ধৈর্য ধরবে। এই পথে অগ্রসর হতে থাকলে কেবলমাত্র পরিস্থিতি আরও খারাপ হবে।”

এদিকে ইসরায়েল-ইরানের মধ্যে চলমান সংঘাত নিয়ে প্রথমবারের মতো মুখ খুলেছেন চীনা প্রেসিডেন্ট শি জিনপিং। মঙ্গলবার (১৭ জুন) চীনের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা সিনহুয়া জানিয়েছে, জিনপিং বলেছেন ইরানের বিরুদ্ধে ইসরায়েলের সামরিক পদক্ষেপের মধ্যপ্রাচ্যে উত্তেজনা “আকস্মিক বৃদ্ধি” নিয়ে তার দেশ “গভীরভাবে উদ্বিগ্ন”।

আরও পড়ুন : ইসরায়েল-ইরান সংঘাত, প্রথমবারের মতো মুখ খুললেন চীনা প্রেসিডেন্ট

গত শুক্রবার ইরান-ইসরায়েল সংঘাত শুরু হওয়ার পর থেকে প্রথম প্রকাশ্য মন্তব্যে করলেন চীনের এই নেতা। তিনি বলেন, চীন-ইরানের একটি গুরুত্বপূর্ণ কূটনৈতিক এবং অর্থনৈতিক সমর্থক। “অন্যান্য দেশের সার্বভৌমত্ব, নিরাপত্তা এবং আঞ্চলিক অখণ্ডতার লঙ্ঘনকারী যেকোনো কর্মকাণ্ডের” বিরোধিতা করে চীন।

সূত্র : ইন্দোনেশিয়া বিজনেস পোস্ট

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *