ইসরাইলের দাবি ভুয়া, পরমাণু স্থাপনার সর্বশেষ তথ্য জানালেন ইরানের পারমাণবিক প্রধান

আন্তর্জাতিক

ইরানের পারমাণবিক শক্তি সংস্থার (এইওআই) প্রধান মোহাম্মদ ইসলামি বলেছেন, দেশের পারমাণবিক স্থাপনা ভালো অবস্থায় রয়েছে।

ইসরাইলি সরকারের আগ্রাসনের পর ইরানের পারমাণবিক কার্যক্রমের অবস্থা সম্পর্কে জানতে চাইলে ইসলামি বুধবার আইআরআইবি’কে বলেন, পারমাণবিক স্থাপনা ভালো অবস্থায় রয়েছে।

এইওআই কর্মীদের উচ্চ মনোবলের প্রশংসা করে ইরানের পারমাণবিক প্রধান বলেন, তারা তাদের শক্ত ঘাঁটিতে অবস্থান করছেন এবং অবিচলভাবে তাদের দায়িত্ব পালন করছেন।

ইসলামি জোর দিয়ে বলেন, ইরানের জনগণের মধ্যে গর্ব এবং শক্তি গভীরভাবে প্রোথিত। কারণ তারা কখনও বলপ্রয়োগ বা আত্মসমর্পণ করেনি।

জ্যেষ্ঠ এই পারমাণবিক কর্মকর্তা শত্রুদের কাছে স্পষ্ট করে বার্তা দিয়েছিলেন যে, ইরানের বিরুদ্ধে সামরিক আগ্রাসনের মাধ্যমে তারা কোথাও পৌঁছাতে পারবে না।

১৩ জুন ভোরে ইহুদিবাদী সরকার ইরানের বিরুদ্ধে আগ্রাসন যুদ্ধ শুরু করে। বিভিন্ন সামরিক ও পারমাণবিক স্থাপনার পাশাপাশি আবাসিক এলাকায়ও আঘাত হানে।

এই হামলায় কয়েক ডজন সামরিক কমান্ডার, পারমাণবিক বিজ্ঞানী এবং বেসামরিক নাগরিক নিহত হয়েছেন। এছাড়া এই হামলায় ইরানের কেন্দ্রীয় প্রদেশ ইসফাহানের নাতানজ পারমাণবিক স্থাপনার ক্ষতি হয়েছে। সূত্র: তাসনিম নিউজ এজেন্সি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *