ইরান-ইসরায়েল ইস্যুতে অবস্থান স্পষ্ট করলো লাতিন আমেরিকার দেশটি

আন্তর্জাতিক

ইরানের বিরুদ্ধে ইসরায়েলের চলমান আগ্রাসনকে তীব্র নিন্দা জানিয়েছেন লাতিন আমেরিকার দেশ ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো। তিনি বলেন, ‘ইরান ইতোমধ্যেই ইসরায়েলি আগ্রাসনের বিরুদ্ধে সামরিক শ্রেষ্ঠত্ব অর্জন করেছে।’

মাদুরো জানান, ‘যে মারাত্মক ও ব্যথাতুর হামলা ইরান চালিয়েছে, তা ইহুদিবাদী শত্রুর কল্পনারও বাইরে ছিল। তারা ইরানের এই শক্তিশালী সামরিক সক্ষমতা আশা করেনি।’

তিনি বলেন, ‘আজ বিশ্ব জানে—অপরাধী ইসরায়েলি শাসনব্যবস্থার বিরুদ্ধে সামরিক প্রাধান্য ইরানের। এটা এখন প্রমাণিত বাস্তবতা।’

ইরানের শীর্ষ নেতাদের হত্যাচেষ্টার হুমকি নিয়ে ইসরায়েলি কর্মকর্তাদের বক্তব্যকে ‘অর্থহীন’ আখ্যা দিয়ে মাদুরো বলেন, ‘ইসরায়েল ইরানের সঙ্গে মোকাবেলায় সম্পূর্ণ ব্যর্থ হয়েছে। তাই এখন তারা কেবল সন্ত্রাসী হামলা ও হত্যার হুমকি দিয়েই টিকে থাকার চেষ্টা করছে—যা সম্পূর্ণ অগ্রহণযোগ্য।’

তিনি আরও জোর দিয়ে বলেন, ‘১৩ জুন যুদ্ধ শুরুর পর থেকেই ইরান এই লড়াইয়ে কৌশলগতভাবে এগিয়ে রয়েছে।’

ভেনেজুয়েলা সবসময়ই ইরানের পাশে থাকবে বলেও জানান মাদুরো।

সূত্র: মেহের নিউজ এজেন্সি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *