ইরান-ইসরাইল সাম্প্রতিক উত্তেজনায় নিজের অবস্থান স্পষ্ট করেছে মালয়েশিয়া। এসময় ইরানে হামলায় মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশগুলোর নীরবতারও নিন্দা জানিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম। তিনি বলেন, ‘ইরানের আত্মরক্ষার অধিকার রয়েছে এবং মালয়েশিয়া সর্বদা অন্যায়ের বিরুদ্ধে থাকবে বলেও জানিয়েছেন আনোয়ার ইব্রাহিম।’
ইরান-ইসরাইল চলমান সংঘাতে স্পষ্ট বার্তা দিয়েছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম। ইসরাইলের বর্বর হামলায় আন্তর্জাতিক সম্প্রদায়, বিশেষ করে মুসলিম বিশ্বের নীরবতার তীব্র নিন্দা জানান তিনি।
দেশটির মন্ত্রী পরিষদের সদস্যদের উদ্দেশে প্রধানমন্ত্রী বলেন, ইরানের আত্মরক্ষার অধিকার আছে। স্বাধীন ও মর্যাদাবান জাতি হিসেবে মালয়েশিয়া অবশ্যই মিত্রদের অধিকার রক্ষায় পাশে থাকবে। ইসরাইলের আচরণকে বর্বর, বিশ্বাসঘাতক ও উন্মাদ বলেও আখ্যা দেন আনোয়ার ইব্রাহিম।
মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম বলেন, ‘এক বিলিয়নেরও বেশি মুসলিম রয়েছে এবং অনেক ইসলামী দেশ ধনী, তবুও খুব কম সংখ্যক দেশই ইরানকে রক্ষা করতে এগিয়ে আসছে।’
রোববার এক অনুষ্ঠানে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী বিশ্বশক্তি ও ইউরোপীয় দেশগুলোর আচরণের সমালোচনা করে বলেন, মালয়েশিয়া বৈষম্যমূলক দৃষ্টিভঙ্গিকে সমর্থন করে না।
আনোয়ার ইব্রাহিম বলেন, ‘যখন ইসরাইল আক্রমণ করে, তখন অনেকেই নীরব থাকে। কিন্তু যখন ইরান প্রতিক্রিয়া জানায়, তখন হঠাৎ করেই ক্ষোভ দেখা যায় বিভিন্ন দেশের। মালয়েশিয়ার অবস্থান এমন নয়। এই সরকারের নেতৃত্ব ন্যায়বিচার ও সকল জাতির অধিকার রক্ষার নীতিকে দৃঢ়ভাবে সমর্থন করে।’
ইরানের ওপর নানা নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও দেশটির প্রযুক্তি, প্রতিরক্ষা ও কৃত্রিম বুদ্ধিমত্তায় অগ্রগতির প্রশংসা করেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী। এটিই একটি জাতির সক্ষমতা ও আত্মমর্যাদার উদাহরণ হিসেবে মত দেন আনোয়ার ইব্রাহিম।