ইরানে হামলা নিয়ে যা বললেন এরদোয়ান

আন্তর্জাতিক

ইরানে ইসরায়েলি হামলার ঘটনায় তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান। তিনি বলেছেন, ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু পারমাণবিক আলোচনা বানচাল করার পাশাপাশি পুরো মধ্যপ্রাচ্যকে অস্থিতিশীল করতে আগুন ছড়িয়ে দিচ্ছেন।

শনিবার (১৪ জুন) ইরানের নবনির্বাচিত প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের সঙ্গে ফোনালাপে এই মন্তব্য করেন এরদোয়ান। তুর্কি সরকারের যোগাযোগ দপ্তরের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে রাষ্ট্রীয় সংবাদমাধ্যম টিআরটি গ্লোবাল।

বিবৃতিতে জানানো হয়, এরদোয়ান বলেন— গাজায় চালানো জাতিগত হত্যাকাণ্ড থেকে বিশ্ববাসীর দৃষ্টি সরাতেই ইরানে হামলা করেছে ইসরায়েল।

এরদোয়ান শুধু ইরানই নয়, সৌদি আরব, পাকিস্তান, জর্ডান ও মিসরের রাষ্ট্রপ্রধানদের সঙ্গেও আলাপ করেছেন। তিনি ইসরায়েল-ইরান উত্তেজনা ও মধ্যপ্রাচ্যজুড়ে ক্রমবর্ধমান অস্থিরতা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেন।

সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানের সঙ্গে আলোচনায় এরদোয়ান বলেন— নেতানিয়াহুর নেতৃত্বাধীন ইসরায়েল এখন গোটা অঞ্চলের স্থিতিশীলতার জন্য সবচেয়ে বড় হুমকি।

এছাড়া মিসরের প্রেসিডেন্ট আবদেল ফাত্তাহ আল-সিসির সঙ্গেও ফোনে কথা বলেন এরদোয়ান। সেখানে তিনি স্পষ্টভাবে বলেন— ইসরায়েলের অব্যাহত আগ্রাসন কেবল আঞ্চলিক নিরাপত্তা নয়, বরং আন্তর্জাতিক স্থিতিশীলতাও হুমকির মুখে ফেলেছে। নেতানিয়াহুর ‘আইনের তোয়াক্কাহীন’ আচরণ গোটা বিশ্বের জন্যই বিপজ্জনক বার্তা দিচ্ছে।

এরদোয়ান আরও বলেন— ইসরায়েলের এই ধরনের কর্মকাণ্ড শুধু মধ্যপ্রাচ্যে নয়, বরং গোটা বিশ্বের নিরাপত্তাকে প্রশ্নবিদ্ধ করছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *