ইরানের মিসাইলগুলো ইসরায়েলে পৌঁছাতে কত সময় লাগে?

আন্তর্জাতিক

ইরান-ইসরায়েল সাম্প্রতিক সংঘাতে প্রযুক্তিগত দিক থেকে সবচেয়ে আলোচিত অস্ত্র হয়ে উঠেছে ব্যালিস্টিক মিসাইল। মাত্র ১২ মিনিটে ইরান থেকে ইসরায়েল আঘাত হানার ক্ষমতা রাখে এই উচ্চগতি সম্পন্ন মিসাইল, যা প্রতিরক্ষা ব্যবস্থার জন্য মারাত্মক চ্যালেঞ্জ তৈরি করছে।

Mach 5 গতি (প্রায় ৬,২০০ কিমি/ঘণ্টা) সম্পন্ন এই মিসাইলগুলো প্রথমে মহাকাশে উঠে তারপর পুনরায় বায়ুমণ্ডলে প্রবেশ করে টার্গেটে হানা দেয়। নিচে নামার সময় গতি আরও বাড়ে, ফলে প্রতিরক্ষা ব্যবস্থার প্রতিক্রিয়া জানানোর সময় থাকে মাত্র কয়েক সেকেন্ড। অনেক ক্ষেত্রে এসব মিসাইল রাডারকে বিভ্রান্ত করতে ডিকয় বা প্রতিরোধ ভেদকারী কৌশলও ব্যবহার করে।

অন্যদিকে, ইরান ইসরায়েল লক্ষ্য করে ক্রুজ মিসাইল ও ড্রোন ব্যবহারের কৌশলও নিচ্ছে। ক্রুজ মিসাইল বিমানের মতো নিচু পথে উড়ে যায়, ফলে এগুলো রাডারে ধরা কঠিন। যদিও এগুলো ধীরে চলে (ইসরায়েল পৌঁছাতে প্রায় ২ ঘণ্টা সময় লাগে), কিন্তু পথ পরিবর্তন করে রক্ষা বেষ্টনী এড়িয়ে যেতে পারে।

ড্রোনগুলো তুলনামূলক ধীরগতির (ইসরায়েল পৌঁছাতে ৯ ঘণ্টা পর্যন্ত সময় নেয়), তবে এদেরও শনাক্ত করা সহজ নয়, বিশেষ করে যখন একসাথে অনেকগুলো চালানো হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *