নতুন কৌশলে ইসরায়েলে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা করেছে ইরান। ফলে আতঙ্কিত হয়ে পড়েছেন ইসরায়েলিরা।
রোববার (২২ জুন) সংবাদমাধ্যম টাইমস অব ইসরায়েল এ তথ্য জানায়।
টাইমস অব ইসরায়েল জানায়, কিছুক্ষণ আগে ইরান থেকে ছোড়া একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ইসরায়েলের হাইফায় আঘাত হেনেছে। তবে এই ঘটনায় আগাম সতর্কতামূলক কোনো সাইরেন বাজেনি।
বিজ্ঞাপন
এই প্রথম এমন ঘটনা নিয়ে নতুন আতঙ্ক দেখা দিয়েছে ইসরায়েলে। তবে হোম ফ্রন্ট কমান্ড ঘটনাটি তদন্ত করছে।
ইসরায়েলি চিকিৎসা কর্মীরা বলছেন, সর্বশেষ ইরানি ক্ষেপণাস্ত্র হামলায় দেশজুড়ে ১০টিরও বেশি আঘাতপ্রাপ্ত স্থানে জরুরি সেবা দেওয়া হচ্ছে।
এছাড়াও উত্তর ইসরায়েলে নতুন করে সাইরেন বাজছে। সর্বশেষ ইরানি মিসাইল ব্যারেজে ইসরায়েলে ২০-৩০টি ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়েছে।
ইরানি রাষ্ট্রীয় সংবাদ সংস্থা মেহর নিউজের খবরে বলা হয়, রোববার সকালে ইরান নতুন দফায় ইসরায়েলের ওপর প্রতিশোধমূলক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা শুরু করেছে।
প্রসঙ্গত, গত ১৩ জুন ভোরে হঠাৎ ইরানে হামলা শুরু করে ইসরায়েল। ‘অপারেশন রাইজিং লায়ন’ নামের এই অভিযানে রাজধানী তেহরানসহ ইরানের বিভিন্ন সামরিক স্থাপনা, পরমাণু গবেষণা কেন্দ্র ও আবাসিক স্থাপনায় হামলা চালায় ইহুদিবাদী সেনারা।
হামলায় ইরানের সশস্ত্র বাহিনীর প্রধান মোহাম্মদ বাঘেরি, দেশটির ইসলামি বিপ্লবী গার্ড বাহিনীর (আইআরজিসি) প্রধান কমান্ডার হোসেইন সালামি, খাতাম আল-আনবিয়া সদরদপ্তরের কমান্ডার ও বিপ্লবী রক্ষীবাহিনীর জ্যেষ্ঠ কর্মকর্তা মেজর জেনারেল গোলাম আলি রশিদ ও দশজন পরমাণু বিজ্ঞানীসহ ৪০০ এর বেশি মানুষের মৃত্যু হয়েছে।
ইসরায়েলের হামলার পর পাল্টা প্রতিশোধ হিসেবে শুক্রবার রাতে ‘অপারেশন ট্রু প্রমিস-৩ নামে’ অভিযান শুরু করে ইরান। তেহরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ইসরায়েলের উন্নত আকাশ প্রতিরক্ষাব্যবস্থাকে ভেদ করে গুরুত্বপূর্ণ লক্ষ্যবস্তুতে আঘাত হানছে।
এতে হতাহত কম হলেও ইসরায়েলের ব্যাপক ক্ষয়ক্ষতি হচ্ছে। ইরানের হামলার ভয়ে আশ্রয়কেন্দ্রে অবস্থান করছেন ইহুদিবাদীরা। দুই দেশের মধ্যে সংঘাত এখনও চলমান রয়েছে।