ইরানের তিন পরমাণু স্থাপনায় নতুন শত্রুদের ব্যাপক হামলা

আন্তর্জাতিক

ইরানের তিন পরমাণু স্থাপনায় যুক্তরাষ্ট্রের ব্যাপক হামলা
ইরানের তিনটি গুরুত্বপূর্ণ পারমাণবিক স্থাপনায় হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। রবিবার (২২ জুন) ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানান, ইরানের ফোর্দো, নাটাঞ্জ এবং ইস্পাহান পারমাণবিক স্থাপনাগুলোতে ‘ব্যাপক ও সফল’ হামলা চালানো হয়েছে। ট্রুথ সোশ্যালে দেওয়া এক বিবৃতিতে তিনি লেখেন,

“আমরা ইরানের তিনটি পারমাণবিক কেন্দ্র—ফোর্দো, নাটাঞ্জ ও ইস্পাহানে অত্যন্ত সফলভাবে আঘাত হেনেছি। সব মার্কিন বিমান বর্তমানে ইরানের আকাশসীমার বাইরে অবস্থান করছে।”

ট্রাম্প আরও জানান, ফোর্দো স্থাপনাটিতে ‘পূর্ণ শক্তির বোমা হামলা’ চালানো হয়েছে এবং যুক্তরাষ্ট্রের সব যুদ্ধবিমান নিরাপদে দেশে ফিরে যাচ্ছে। তিনি বলেন,

“ফোর্দোতে আমরা আমাদের প্রধান লক্ষ্যবস্তুতে সম্পূর্ণ বোমা বর্ষণ করেছি। সব বিমান নিরাপদে ফিরে আসছে। আমি আমাদের বীর মার্কিন সেনাদের অভিনন্দন জানাই। পৃথিবীর আর কোনো বাহিনী এ ধরনের অভিযান এত নিখুঁতভাবে চালাতে পারত না। এখনই শান্তির পথে অগ্রসর হওয়ার সময়।”

এর আগে ইরানের উপপররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি এক সতর্কবার্তায় বলেন, যুক্তরাষ্ট্র যদি ইসরায়েলের সঙ্গে এই যুদ্ধে জড়িয়ে পড়ে, তবে তার ফল হবে ‘সবার জন্য ভয়াবহ ও ধ্বংসাত্মক’। জেনেভায় ইউরোপীয় কূটনীতিকদের সঙ্গে আলোচনার পর তুরস্কের ইস্তাম্বুলে সাংবাদিকদের তিনি বলেন,

“যদি যুক্তরাষ্ট্র সরাসরি এই যুদ্ধে জড়ায়, তবে তা তাদের জন্য অপূরণীয় ক্ষতির কারণ হবে।”

এর আগে, ১৮ জুন এক টেলিভিশন ভাষণে ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি হুঁশিয়ারি দিয়ে বলেন,

“আমাদের বিরুদ্ধে সামরিক পদক্ষেপ নিলে আমেরিকা এমন ক্ষতির মুখে পড়বে, যা তারা কখনো পূরণ করতে পাGive me best Rewrite this story Bangl.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *