ইকুয়েডরের বিপক্ষে ড্র, অনিশ্চয়তায় ব্রাজিলের বিশ্বকাপ যাত্রা

খেলা

বিশ্বকাপ বাছাইপর্বে ইকুয়েডরের বিপক্ষে গোলশূন্য ড্র করে আরও চাপের মুখে পড়েছে ব্রাজিল। নতুন কোচ কার্লো আনচেলত্তির অধীনে এটিই ছিল প্রথম ম্যাচ। তবে দলের পারফরম্যান্সে তেমন কোনো বদলের ছাপ দেখা যায়নি।

শক্তিশালী ইকুয়েডরের মাঠে পুরো ম্যাচজুড়ে ব্রাজিল ছিল ছন্দহীন। বল দখল কিংবা আক্রমণ গঠনে ছিল অগোছালো। গোলের সুযোগও ছিল হাতে গোনা, বরং ইকুয়েডর বেশ কয়েকবার গোলের কাছাকাছি গিয়েও ব্যর্থ হয় ফিনিশিংয়ে। না হলে ম্যাচের ফলাফল হতে পারত আরও ভয়াবহ।

এই ড্রয়ের ফলে ১৫ ম্যাচে ২২ পয়েন্ট নিয়ে দক্ষিণ আমেরিকা অঞ্চলের বাছাইপর্বে চতুর্থ স্থানে আছে ব্রাজিল। দ্বিতীয় স্থানে থাকা ইকুয়েডরের পয়েন্ট ১৫ ম্যাচে ২৩।

ব্রাজিলের খেলায় বারবার ধরা পড়েছে সমন্বয়ের ঘাটতি। আনচেলত্তির পছন্দের একাদশ শুরুতে মাঠে নামলেও মাঠের পারফরম্যান্সে ছিল স্পষ্ট বিচ্ছিন্নতা। মাঝমাঠ ও আক্রমণভাগে ধারাবাহিকতা ছিল না, আর রক্ষণভাগে বারবার চাপে পড়ে যাচ্ছিল তারা।

বিরতির পর কিছুটা গতি আনতে রিচার্লিসন ও এস্তেভাওয়ের জায়গায় মাঠে নামেন মার্তিনেল্লি ও কুনিয়া। কিন্তু পরিবর্তনেও মিলেনি কাঙ্ক্ষিত ফল। ৭৬ মিনিটে কাসেমিরোর একটি শট ঠেকিয়ে দেন ইকুয়েডরের গোলরক্ষক ভালে—এটাই ছিল ব্রাজিলের সবচেয়ে বড় সুযোগ।

শেষদিকে ইকুয়েডর বেশ কয়েকটি আক্রমণ চালিয়ে ব্রাজিল রক্ষণকে নড়বড়ে করে তোলে, তবে গোল আদায় করতে পারেনি স্বাগতিকরা। শেষ পর্যন্ত দুই দলকেই গোলশূন্য ড্র মেনে নিতে হয়।

আনচেলত্তির নতুন শুরুর ম্যাচে এমন নিষ্প্রভ পারফরম্যান্স ব্রাজিলের ভবিষ্যৎ নিয়ে প্রশ্ন তুলে দিয়েছে। এখন দেখার বিষয়, পরের ম্যাচগুলোতে দল ঘুরে দাঁড়াতে পারে কি না।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *