আবারও মেসির জোড়া গোল, দারুণ জয় মিয়ামির

খেলা

ক্লাব বিশ্বকাপের পর থেকে দারুণ ছন্দে আছেন লিওনেল মেসি। মাঠে নামলেই করছেন জোড়া গোল। মেজর লিগ সকারে ন্যাশভিলের বিপক্ষেও করলেন তাই। তার এমন পারফর্ম্যান্স ইন্টার মিয়ামিকে ২-১ ব্যবধানে জয়ের পথ দেখাল এবার।

চার দিন আগেই মেসি এমএলএসে টানা চার ম্যাচে একাধিক গোল করা ইতিহাসের প্রথম খেলোয়াড় বনে যান। এবার পঞ্চম ম্যাচেও জোড়া গোল করে সেই রেকর্ডটার পরিধি আরও বাড়ালেন তিনি।

মেসির প্রথম জাদুর দেখা মেলে ম্যাচের ১৭তম মিনিটে। ফ্রি কিক থেকে তিনি শট নেন মানবদেয়ালের নিচ দিয়ে, তা সবাইকে ফাঁকি দিয়ে জড়ায় জালে। গোলরক্ষক জো উইলিস কিছুই করতে পারেননি। তাতেই গোলের খাতা খোলেন মেসি।

প্রথমার্ধে পুরোপুরি আধিপত্য দেখিয়েছে মিয়ামি। তবে দ্বিতীয়ার্ধের চতুর্থ মিনিটে হানি মুখতার হেড থেকে ন্যাশভিলকে সমতায় ফেরান। তবে ম্যাচের ৬২তম মিনিটে আবারও সামনে আসেন মেসি। উইলিসের এক বড় ভুলের সুযোগ নিয়ে বল পেয়ে মেসি সহজেই জালে পাঠান। এই গোলই ম্যাচের ভাগ্য নির্ধারণ করে দেয়।

এই জোড়া গোলের মাধ্যমে চলতি মৌসুমে মেসির গোলসংখ্যা দাঁড়াল ১৬ ম্যাচে ১৬। সমান সংখ্যক গোল রয়েছে ন্যাশভিলের স্যাম সুরিজেরও, যিনি এদিন গোল করতে ব্যর্থ হন।

ক্লাব বিশ্বকাপ থেকে ফিরে এমএলএসে এটি ছিল ইন্টার মিয়ামির তৃতীয় ম্যাচ। সেই বিশ্বকাপে শেষ ষোলোতে প্যারিস সাঁ জার্মেইর কাছে হেরে বিদায় নিয়েছিল তারা।

এই জয়ের ফলে ১৯ ম্যাচে ৩৮ পয়েন্ট নিয়ে ইস্টার্ন কনফারেন্সে চতুর্থ স্থানে উঠে এসেছে ইন্টার মিয়ামি। শীর্ষে থাকা ফিলাডেলফিয়ার চেয়ে তারা ৫ পয়েন্ট পিছিয়ে, তবে তিন ম্যাচ হাতে রয়েছে তাদের।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *