অবশেষে হামাসের নতুন ডাক

আন্তর্জাতিক

ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের সামরিক হুমকির তীব্র নিন্দা জানিয়েছে ফিলিস্তিনি দেশের স্বাধীনতাকামী সংগঠন হামাস। তারা সতর্ক করে বলেছে এই ধরনের পদক্ষেপ পুরো অঞ্চলকে আরও অস্থিতিশীল করে তুলতে পারে।

বুধবার (১৮ জুন) এক বিবৃতিতে হামাস বলেছে, ‘ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের হুমকি এবং ইসরায়েলের চলমান হামলা আন্তর্জাতিক আইনের সুস্পষ্ট লঙ্ঘন। এছাড়া বৈশ্বিক শান্তি ও নিরাপত্তার সরাসরি হুমকি বলে জানায় সংগঠনটি।’ খবর আনাদোলু এজেন্সি।

হামাস আরও জানায়, ‘আমরা ইরান ও অঞ্চলজুড়ে এই উত্তেজনার জন্য ওয়াশিংটন এবং জায়নবাদী সত্ত্বাকে সম্পূর্ণ দায়ী করি।’

সংগঠনটি ইরান ও ইরানি জনগণের প্রতি পূর্ণ সমর্থন প্রকাশ করে জানায়, ইরানের ‘আত্মরক্ষা এবং জাতীয় সার্বভৌমত্ব রক্ষার বৈধ অধিকার’ আছে।

একযোগে আরব ও ইসলামি দেশগুলোকে একটি ঐক্যবদ্ধ ও দায়িত্বশীল অবস্থান গ্রহণ করে ইরানের ওপর ইসরায়েলি হামলা বন্ধ করতে। এর পাশাপাশি পরিস্থিতির আরও অবনতি রোধ করে অঞ্চলটির নিরাপত্তা ও জনগণের স্বার্থ সংরক্ষিত রাখতে আহ্বান জানিয়েছে হামাস।

উল্লেখ্য, গত শুক্রবার ইসরায়েল ইরানের বিভিন্ন সামরিক ও পারমাণবিক স্থাপনায় বিমান হামলা চালালে উত্তেজনা চরমে ওঠে। এর জবাবে ইরান পাল্টা ক্ষেপণাস্ত্র হামলা চালায়।

ইসরায়েলি কর্তৃপক্ষ জানিয়েছে, ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় অন্তত ২৪ জন নিহত এবং কয়েক শতাধিক আহত হয়েছে। অন্যদিকে ইরান জানিয়েছে, ইসরায়েলি হামলায় অন্তত ২২৪ জন নিহত এবং ১ হাজারেরও বেশি মানুষ আহত হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *