বাংলাদেশের রাজনীতি আজ সন্ধ্যার পর থেকে অস্বাভাবিকভাবে সরগরম। ঢাকার কাকরাইলে জাতীয় পার্টি ও গণঅধিকার পরিষদ-এর সংঘর্ষে পুরো এলাকা উত্তপ্ত হয়ে ওঠে। ঘটনায় কয়েকজন আহত হন, যার মধ্যে নূরের অবস্থা গুরুতর বলে জানা গেছে। এই ঘটনাকে ঘিরে নানা ধরনের জল্পনা-কল্পনাও ছড়িয়ে পড়েছে।
এদিকে আদালতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা-র বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলা গঠন, আর একইসাথে দীর্ঘদিন নির্বাচন থেকে দূরে থাকা জামায়াতে ইসলামির হঠাৎ বড় সমাবেশ—সবকিছু মিলে রাজনৈতিক অঙ্গনে তৈরি হয়েছে অদ্ভুত এক অস্থিরতা।
সবচেয়ে আলোচিত হচ্ছে নির্বাচন কমিশনের বক্তব্য—“বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে ঝুঁকিপূর্ণ নির্বাচন আসছে।” এই এক বাক্য যেন রাতটিকে ঘিরে রহস্য আরও ঘনীভূত করেছে।
বিশ্লেষকরা বলছেন, আজকের রাত কেবল সাধারণ একটি রাত নয়। হয়তো এ রাত থেকে শুরু হবে নতুন কোনো সমীকরণ, নতুন কোনো চুক্তি—বা উল্টোদিকে আরও তীব্র অস্থিরতার ইঙ্গিত।