আওয়ামী লীগের নতুন ছক, প্রধান ৩টি টার্গেট চূড়ান্ত

সারাদেশ

দেশে অস্থিরতা সৃষ্টির উদ্দেশ্যে ‘আগস্ট রিটার্ন হিট প্ল্যান’ নামে একটি ষড়যন্ত্রের ছক কষেছিল কার্যক্রম স্থগিত হওয়া দল আওয়ামী লীগ। ওই পরিকল্পনার অংশ হিসেবে প্রশিক্ষণেরও ব্যবস্থা নেওয়া হয়েছিল। তবে গোয়েন্দা সংস্থার তৎপরতায় তা ভণ্ডুল হয়ে যায়।

গোয়েন্দা সূত্রে জানা গেছে, এবার নতুন করে ছক কষছে দলটির লুকিয়ে থাকা নেতাকর্মীদের একটি অংশ। এ পরিকল্পনায় তারা তিনটি বিষয়কে প্রধান লক্ষ্য হিসেবে নির্ধারণ করেছে, যাতে করে পূর্বের ব্যর্থতা কাটিয়ে উদ্দেশ্য পূরণ করা যায়।

আরও পড়ুনঃ এবার রাজপথে নামা নিয়ে যে কঠোর বার্তা দিলেন নাহিদ ইসলাম
নাম প্রকাশে অনিচ্ছুক পুলিশের উচ্চপদস্থ এক কর্মকর্তা জানিয়েছেন, নতুন এই ছক নিয়ে ইতোমধ্যে অভ্যন্তরীণ বৈঠক ও গোপন যোগাযোগ শুরু হয়েছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বিষয়টি গভীর নজরদারিতে রেখেছে এবং যেকোনো নাশকতা প্রতিরোধে প্রস্তুত রয়েছে।

তিনি আরও জানান, পরিস্থিতি যাতে নিয়ন্ত্রণের বাইরে না যায়, সেজন্য গোয়েন্দা তৎপরতা আরও জোরদার করা হয়েছে এবং দেশের বিভিন্ন স্থানে বিশেষ নজরদারি চালানো হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *